পাতা:রজনী - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শচীন্দ্র বক্তা । আমি । তুমিও কি ঐ পরামর্শে ? ছোট মা। বাছা, রজনী ত সংকায়ন্থের মেয়ে ? আমি ৷ হইলই বা ? ছোট মা । আমি জানি সে সচ্চরিত্রা । অামি । তাছাও স্বীকার কfর । ছোট মা। সে পরম সুন্দরী। আমি । পদ্ম চক্ষু! ছোট মা । বাবা—যদি পদ্ম চক্ষুই খোজ তবে তোমার আর একটা বিবাহ করিতে কতক্ষণ ? আমি । সে কি মা ! রজনীর টাকার জন্য রজনীকে বিবাহ করিয়া, তার বিষয় লইয়া, তার পর তাকে ঠেলিয়া ফেলিয়। দিয়া আর একজনকে বিবাহ করা, কেমন কাজটা হইবে ; ছোট মা । ঠেলিয়া ফেলিবে কেন ? তোমার বড় মা কি ¢शा आtछ्न ? এ কথার উত্তর ছোট মার কাছে করিতে পারা যায় না। তিনি আমার পিতার দ্বিতীয় পক্ষের ঘনিতা, বহুবিবাহের দোষের কথা তাহার সাক্ষাতে কি প্রকারে যলিব! সে কথা না, বলিয়া, বলিলাম, “আমি এ বিবাহ করিব ন—তুমি আমায় রক্ষা কর। তুমি সব পার ।” ছোট মা। আমি ন বুঝি, এমন নছে। কিন্তু বিবাহ ন৷ করিলে, আমরা সপরিবারে অন্নাতবে মারা যাইব । আমি সকল কষ্ট সহ্য করিতে পারি, কিন্তু তোমাদিগের অন্নকষ্ট আমি চক্ষে দেখিতে পারিব না। তোমার সহস্রবৎসর পরমায়ু হউক, তুমি ইহাতে অমত করিও না । আমি । টাকাই কি এত বড় ? S