পাতা:রজনী - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অমরনাথের কথা । తిసి দালায়াস ছিল, সে যদি হঠাৎ সৰ্বেশ্বর সাৰ্ব্বভৌম হয়, তাহার যে আনন্দ আমার সেই আনন্দ ! রজনীর মত যে জন্মান্ধ, হঠাৎ তাহার চকু ফুটিলে যে আনন, রজনীকে তাল বালিয়৷ ” আমার সেই আনন্ম ! কিন্তু এ আনন্মে পরিণামে কি হইবে তাহ বলিতে পারি না। আমি চোর! আমার পিঠে, আগুনের অক্ষরে, লেখা আছে যে আমি চোর! যে দিন রজনী সেই অক্ষরে হাত দিয়া, জিজ্ঞাসা করিবে, এ কিসের দাগ-অামি তাহাকে কি বলিব ! বলিব কি, যে ও কিছু নহে? সে অন্ধ কিছু জানিতে পারবে” না। কিন্তু যাহাকে অবলম্বন করিয়া আমি সংসারে সুধী হইতে চাহিতেছি—তাছাকে আবার প্রতারণা করিৰ! যে পারে, সে করুক, আমি যখন পারিয়াছি, তখন ইহার অপেক্ষাও গুরুতর দুষ্কাৰ্য্য করিয়াছি—করিয়া ফলভোগ করিয়াছি—আর , কেন? আমি লবঙ্গলতার কাছে বলিয়ছিলাম, সকল কথা রজনীকে বলিব কিন্তু বলিতে মুখ ফুটে নাই। এখন বলিব। যে দিন রজনী শচীন্দ্রকে দেখিরা আসিয়াছিল সেই দিন অপরাহ্নে আমি রঞ্জনীকে এই কথা বলিতে গেলাম। গিয়া দেখিলাম যে রজনী এক বসিয়া, কঁদিতেছে। আমি তখন তাহাকে কিছু না বলিয়। রজনীর মাসীকে জিজ্ঞাসা করিলাম যে,রজনী কঁদিতেছে কেন? তাহার মাসী বলিল যে, কি জানি? মিরদিগের বাড়ী হইতে আসিরা অবধি রজনী কাদিতেছে। আমি স্বয়ং শচীন্দ্রের নিকট যাই নাই—আমার প্রতি শচীন্দ্র বিরক্ত, যদি আমাকে দেখিয়া তাহার পীড়াবৃদ্ধি হয়, এই }াশা বাই নাই-স্বতরাং যেখানে কি झड़ेब्राछिल, उtशं জানিন্তাম না। রজনীকে জিজ্ঞাসা করিলাম, কেন কঁদিতেছ? ক্লখনী চক্ষু মুছিয়া চুপ করিয়া রহিল। v,