পাতা:চন্দ্রশেখর- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চন্দ্রশেখর। , صوتا আহ্বাদের সঞ্চার হয় কেন? আমি কি এত দিন আহার নিত্রার কষ্ট পাইয়াছি ? গৃহে গেলে-বিদেশ অপেক্ষা কি স্বশ্বে স্থখী হইব ? এ বয়সে আমাকে গুরুতর মোহ-বন্ধে পড়িতে হইয়াছে, সন্দেহ নাই। ঐ গৃহমধ্যে আমার প্রেয়সী ভাৰ্য্যা বাস করেন, এইজন্ত, আমার এ আহ্লাদ ? এ বিশ্বব্রহ্মাও সকলই ব্রহ্ম। যদি তাই, তবে কাহারও প্রতি প্রেমাধিক্য—কাহারও প্রতি অশ্রদ্ধা জন্মে কেন ? সকলই ত সেই সচ্চিদাননা ? আমার যে তন্ত্রী লইয়া অস্তিছে, তাহার প্রতি একবারও ফিরিয়া চাহিতে ইচ্ছা হইতেছে না কেন ? আর সেই উৎফুল্লকমলাননার মুখপদ্ম দেখিবার জন্ত এত কাতর হইরাছি কেন ? আমি ভগবদ্বাক্যে অশ্রদ্ধা করি না, কিন্তু আমি দারুণ মোহজালে জড়িত হইতেছি। এ মোহজাল কাটিতেওঁ ইচ্ছা করে না-যদি অনস্ত কাল বঁচি, তবে অনন্তকাল এই মোহে আচ্ছন্ন থাকিতে বাসনা করিব। কতক্ষণে আবার শৈবলিনীকে দেগিব ? * * অকস্মাৎ চন্দ্রশেখরের মমে অত্যন্ত ভয়সঞ্চার হইল। যদি বাড়ী গিয়া শৈবলিনীকে না দেখিতে পাই ? কেন দেখিতে পাইব না ? যদি পীড়া হইয়া থাকে ? পীড়া ত সকলেরই হয়— অfরাম হইবে। চন্দ্রশেখর ভাবিলেন, পীড়ার কথা মনে হওয়াতে এত অমুখ হইতেছে কেন ? কাহার না পীড়া হয় ? তবে যদি কোন কঠিন পীড়া হইয় থাকে ? চন্দ্রশেখর ক্রত চলিলেন। যদি পীড়া হইয়া"থাকে, ঈশ্বর শৈবলীনিকে আরাম করিবেন, স্বস্ত্যয়ন কৱিব। যদি পীড়া ভাল ন হয় । চন্দ্রশেখরের ক্ষে জল আসিল । ভাবিলেন, ভগবান আমায় এ ধঃসে এ রত্ন দিয়া श्रांबांझ कि दक्षिऊ कब्रिारुन ! उांशब्रहे व रिक्लिब्ज कि-छामि कि