পাতা:চন্দ্রশেখর- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চন্দ্রশেখরের প্রভ্যাগমন । &3 প্তাহার এতই অনুগৃহীত যে, তিনি আমার কপালে মুখ বই, দুঃখ বিধান করিবেন না ? হয় ত ঘোরতর দুঃখ আমার কপালে আছে। যদি গিয়া দেখি শৈবলিনী নাই ?—বদি গিরা শুনি যে, শৈবলিনী উৎকট রোগে প্রাণত্যাগ করিয়াছে ? তাছা হইলে আমি বঁচিব না । চন্দ্রশেখর অতি দ্রুতপদে চলিলেম । গল্পীমধ্যে পহুছিয়া দেখিলেন, প্রতিবাণীরা তাছার মুখ প্রতি অতিগম্ভীর-স্তাবে চাহিয়া দেখিতেছে—চত্রশেখর সে চাহনির অর্থ বুঝিতে পারিলেন না। বালকের তারাকে দেখিয়া চুপি চুপি হাসিল। কেহ কেহ দূরে থাকিয়া তাছার পশ্চাদ্বত্তী হইল । প্রাচীনের তাহাকেদেখিয়া পৃশ্চাৎ ফিরিয়া ऍाफुtझेल । छठ्t*{थब्र বিক্ষিত হইলেন-উীত হইলেন–জঙ্গমন হইলেন—কোন দিকে ন চাহিয়া আপন গৃহদ্বারে আসিয়া উপস্থিত ইষ্টলেন । * е দ্বার রুদ্ধ। বাহির হইতে দ্বার ঠেলিলে ভূত বহিৰ্ব্বার্টুর দ্বার খুলিয়া দিল । চন্দ্রশেখরকে দেখিয়া, ভূত কাদিম উঠিল । চুঞ্জশেখর জিজ্ঞাসা করিলেন,শকি হয়েছে ?” ভূত্য কিছু উত্তর না করিয়া কাদিতে কাদিতে চলিয়া গেল । চন্দ্রশেখর মনে মনে ইষ্টদেবতাকে যুরণ করিলেন। দেখিলেন উঠানে বাট পড়ে নাই, —চণ্ডীমণ্ডপে ধূলা ৷ স্থানে স্থানে পোডা মশাল—স্থানে স্থানে কবাট ভাঙ্গা। চন্দ্রশেখর অস্তঃপুরমধ্যে প্রবেশ করিলেন। দেখিলেন সকল ঘরেরই দ্বাঞ্চ বাহির হইতে বন্ধ । দেখিলেন, পরিচারিক তাহাকে দেখিয়া, সরিয়া গেল । শুনিতে পাইলেন, সে বাটীর বাহিরে গিয়া চীৎকার করিয়া কাদিতে ৰাগিল। তখন চন্দ্রশেখর, প্রাণমধ্যে দাড়াইয় অতি উচ্চৈঃস্বরে বিকৃতকণ্ঠে ডার্কিলেন,—