পাতা:চন্দ্রশেখর- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8* চন্দ্রশেখর ।

  • ..

দেখিয়া ময়ুর হুইটা আপন আপন বাসটিতে অরোহণ করিল। কাকাতুয়া অনর্থঙ্ক চীৎকার আরম্ভ করিল। অন্যাস্ত পক্ষীরা জাহারে মন দিল । * কিছুক্ষণ পরে কুলসমৃ বলিল, “কাজ অতি সামান্ত। এক জন খোজাকে কিছু দিলেই সে এখনই পত্ৰ দিয়া আসিবে। কিন্তু এ কাজ বড় শক্ত। নবাব জানিতে পারিলে উভয়ে মরিব। বা হোক, তোমার কৰ্ম্ম তুমিই জান। আমি দাসী। পত্র দাও— আর কিছু নগদ দাও।” পরে কুল সম্ পত্র লইয়া গেল। এই পত্রকে স্বত্র করিয়া বিধাতা দলনী ও শৈললিনীর অদৃষ্ট একত্র গথিলেন।