পাতা:চন্দ্রশেখর- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(to " চন্দ্রশেখর নবাৰ হইয়া উঠিলেন। মুসলমান কাৰ্য্যাধক্ষের স্বতরাং বিরক্ত হইয়া উঠিলেন । ब्राजि विउँौब्र थश्ब्र, किरू ७ब्रशन् * नब्रन करब्रन नाहे । একাকী দীপালোকে কতকগুলি পত্র পড়িতেছিলেন । সেগুলি কলিকাতাস্থ কয়েকজন আরমাণির পত্র। পত্র পাঠ করিয়া, গুরগন্‌ খৰ্ণ ভূতাকে ডাকিলেন । চোপদার আসিয়া দাড়াইল, গুরগন্‌ ৰ্থ কছিলেন,

  • जब चांग्न cषांनी यांtन्न ? চোপদার কছিল "আছে।” গুর, । যদি কেহু এখন আমার নিকট আইসে—তবে কেহ তাহাকে বাধা দিবে না—ব জিজ্ঞাসা করিবে না, তুমি কে ; এ কথা বুঝাইয়া দিয়াছ ?

চোপদার কহিল, “হুকুম তামিল হইয়াছে।” গুর । আচ্ছা তুমি তফাতে থাক । তখন গুরগন, খ, পত্রাদি সাধিয়া উপযুক্ত স্থানে লুক্কারিত করিলেন। মনে মনে লিতে লাগিলেন, “এখন কোন পথে ধাই ? এই ভারতবর্ষ এখন সমুদ্র বিশেষ—যে যত ডুৰ দিতে পরিবে, সে তত রত্ন কুড়াইবে । তীরে বসিয়া ঢেউ গণিলে কি হইবে ? দেখ আমি গজে মাপিয়া কাপড় বেচিতাম—এখন আমার ভয়ে ভারতবর্ষ অস্থির ; আমিই বাঙ্গালার কর্তা । আমি বাপগলার কর্তা ? কে কৰ্ত্তা ? কৰ্ত্ত ইংরেজ ব্যাপারী—তাহাদের গোলাম মীরকাশেম ; আমি মীরকাসেমের গোলাম-লামি কর্তায় গোলামের গোলাম! বড় উচ্চপদ : , আমি, বাঙ্গালার কওঁ ন হই কেন? কে আমার তোপের কাছে দাড়াইভে