পাতা:চন্দ্রশেখর- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

vყo চন্দ্রশেখর । - - or g আরার উঠাইলেন । রামচরণ কাগজ কলম ইত্যাদি আনিয়া রাখিয়া গেল ' मैननी পত্র লিখিতে লাগিলেন। ব্ৰহ্মচারী ততক্ষণ বলিষ্টত লাগিলেন, “এ গৃহ আমার নছে ; কিন্তু যতক্ষণ না রাজাজ্ঞা প্রাপ্ত হন, ততক্ষণ এইখানেই থাকুন— কেহ জানিতে পারিবে না, বা কেহ কোন কথা জিজ্ঞাসা করিবে नt ।” অগত্য স্ত্রীলোকেরা .তাহ স্বীকার করিল। লিপি সমাপ্ত হইলে, দলনী তাহ ব্ৰহ্মচারীর হস্তে দিলেন । স্ট্রলোকদিগের অবস্থিতি বিষয়ে রামচরণকে উপযুক্ত উপদেশ দিয়া ব্রহ্মচারী লিপি লইয়া চলিয়া গৈলেন । মুঙ্গেরের বৈ সকল রাজকৰ্ম্মচারী হিন্দু, ব্রহ্মচারী ভাহাদিগের নিকট • বিলক্ষ পরিচিত ছিলেন।. মুসলমানেরাও তাগকে চিনিত , সুতরাং সকল কৰ্ম্মচারীই তাহাকে মানিত । মুন্সী রামগোবিন্ধ রায়, ব্ৰহ্মচারীকে বিশেষ ভক্তি করিতেন । ব্ৰহ্মচাৰী স্বৰ্য্যোদয়ের পর মুঙ্গেরর দুর্গ মধ্যে প্রযেশ কfরলেন ; এবং রামগোবিদের সঙ্গে সাক্ষাৎ করিয়া দলনীর পত্র তাহার হস্তে দিলেন । ৰলিনে, “আমার নাম করিও না ; এক ব্ৰাহ্মণ পত্র আনিয়াছে, এই কথা বলিও ।” মুন্সী ফলিলেন “আপনি উত্তরের জন্ত কাল আসিবেন।” কাহার পত্র তাহ মুন্সী কিছুই জানিলেন না। ব্রহ্মচারী পুনৰ্ব্বার, পূৰ্ব্ববর্ণিত গৃহে প্রত্যাবর্তন করিলেন। দানীর সঙ্গে সাক্ষাৎ করিয়া বলিলেন, “কল্য উত্তর অসিধে। কোন প্রকারে অদ্য কাল ষাপন কর।” • রামচরণ প্রভাতে আসিয়া দেখিল, সংস্করণের কোন উদ্যোগ নাই |