পাতা:চন্দ্রশেখর- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Woo চন্দ্রশেখর । ds -পরদিন প্রতাপ এক পাচক ও এক ভূত্য মাত্র সঙ্গে লইয় মুঙ্গেরে যাত্রা করিলেন।. ভূত্যের নাম রামচরণ। প্রতাপ কোথায় গেলেন, প্রকাশ করিয়া গেলেন না। কেবল রূপসীকে বলি গেলেন, “আমি চন্দ্রশেখর-শৈবলিনীর সন্ধান করিতে চলিমাম ; সন্ধান না করিয়া ফিরিব না।” . ষে গৃহে ব্ৰহ্মচারী দলনীকে রাখিয়া গেলেন, মুঙ্গেরে সেই প্রতাপের বাসা । - স্বনারী কিছুদিন ভগিনীর নিকটে থাকিয়, আকাঙ্ক মিটাইয়া, শৈবলিনীকে গালি দিল। প্রাতে, মধ্যাহ্নে, সারাহ্নে, সুন্দরী, রূপসীর নিকট প্রমা করিতে বসিত মে, শৈবলিনীর তুল্য পাপিষ্ঠ, হতভাগিনী আর পৃথিবীতে জন্মগ্রহণ করে নাই। এক দিন রূপসী বলিল, - .. “ड उ गड, उग्र बि उाश्च चञ्च ८लोज़ाप्नोज्रिं शङ्गिश्च भद्भि তেছ কেন ?”. স্বন্দরী বলিল, “র্তার মুগুপ্ত করিব ব’লে—তাকে যমের বাড়ী পাঠাৰ ব’লে -র্তার মুখে আগুন দিব ব’লে৷” ইত্যাদি हेड]ाप्ति । রূপসী বলিল, “দিদি তুই বড় কুছ্‌লী !” স্বসূরী উত্তর করিল,“সেই ত আমায় কুছলী করেছে।”