পাতা:চন্দ্রশেখর- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬৮ চন্দ্রশেখর । ছেন। সেই স্রোতে প্রহরীর শব ভাসিয়া যাইতেছে। পলকমধ্যে ফষ্টর এইসকল দেখিলেন। 第 কলাড় বনের উপর ঈষবরল ধুমরেখা দেখিয়া, ফষ্টর স্বহস্তস্থিত বন্দুক উত্তোলন করিয়া সেই বনের দিকে লক্ষ্য করিতেছিলেন। ফষ্টর বিলক্ষণ বুঝিয়াছিলেন যে, এই বনান্তরালে লুক্কায়িত শত্রু আছে। ইহাও বুঝিয়াছিলেন যে, যে শত্রু অদৃপ্ত থাকিয়া প্রহরীকে নিপাত, করিয়াছিল, সে এখনই তাহাকেও নিপাত করিতে পারে। কিন্তু তিনি পল্লীৰ যুদ্ধের পর ভারতবর্ষে আসিয়াছিলেন ; দেশী লোকে যে ইংরেজকে লক্ষ্য করিবে, এ কথা তিনি আনে স্থান দিলেন না । বিশেব ইংবেজ হইয় যে দেশী শত্রকে ভর করিবে—তাহার মৃত্যু ভাল। এই ভাৰ্বি তিনি সেইখানে ধাড়াইয়া বলুক উত্তোলন করিয়াছিলেন —কিন্তু তযুহূর্বে কলাড় বনের ভিতর অগ্নি শিখা জলির উঠিল -আবার বন্দুশের শব্দ হইল—ফষ্টর মস্তকে আহত হইয়া, গ্ৰহস্ত্রীর স্থায়, গঙ্গাস্ত্রেীতোমধ্যে পতিম্ভ হইলেন । তাহার হস্তস্থিত স্বচ্ছুক সশব্দে নৌকার উপরেই পড়িল । 叠 প্রভাপ সেই সময়ে, কটি হইতে ছুরিকা নিক্ষোধিত করিয়া, বঙ্গ রার যন্ধনরস্তু সকল কাটিলেন। সেখানে জল জল্প, স্রোতঃ মন্দ বলিয়া নামিকের নজর ফেলে নাই। ফেলিলেও লঘু হস্ত, বলবান প্রশ্বাপের বিশেয বিঘ্ন ঘটিত না । প্রতাপ এক লাফ দিয়া বজরার উপর উঠিলেন । • এই ঘটনাগুলি স্বর্ণনায় যে সময় লাগিয়াছে, তাহার শতাংশ সমর মধ্যেই সে সকল সম্পন্ন হইয়াছিল। প্রহীর পতন, ফষ্ট“রের বাহিরে আসা, তাইার পতন, এবং প্রতাপের নেীকারোহণ,