পাতা:আনন্দমঠ - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২৪
আনন্দমঠ

ত্বং হি দুর্গা দশপ্রহরণধারিণী
কমলা কমল-দলবিহারিণী
বাণী বিদ্যাদায়িনী
নমামি ত্বাং
নমামি কমলাম্
অমলাং অতুলাম্
সুজলাং সুফলাম্
মাতরম্
বন্দে মাতরম্
শ্যামালাং সরলাং
সুস্মিতাং ভূষিতাম্
ধরনীং ভরণীম্
মাতরম্।”

 মহেন্দ্র দেখিল, দস্যু গায়িতে গায়িতে কাঁদিতে লাগিল। মহেন্দ্র তখন সবিস্ময়ে জিজ্ঞাসা করিল, “তোমরা কারা?” ভবানন্দ বলিল, “আমরা সন্তান।”

 মহেন্দ্র। সন্তান কি? কার সন্তান?

 ভবা। মায়ের সন্তান।

 মহে। ভাল – সন্তানে কি চুরি-ডাকাতি করিয়া মায়ের পূজা করে? সে কেমন মাতৃভক্তি?

 ভবা। আমরা চুরি-ডাকাতি করি না।

 মহে। এই ত গাড়ি লুঠিলে।

 ভবা। সে কি চুরি-ডাকাতি? কার টাকা লুঠিলাম?

 মহে। কেন? রাজার।

 ভবা। রাজার? এই যে টাকাগুলি সে লইবে, এ টাকায় তার কি অধিকার?

 মহে। রাজার রাজভাগ।

 ভবা। যে রাজা রাজ্য পালন করে না, সে আবার রাজা কি?

 মহে। তোমরা সিপাহীর তোপের মুখে কোন্ দিন উড়িয়া যাইবে দেখিতেছি।

 ভবা। অনেক শালা সিপাহী দেখিয়াছি – আজিও দেখিলাম।