পাতা:আনন্দমঠ - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রথম খণ্ড — দশম পরিচ্ছেদ
২৫

 মহে। ভাল করে দেখ নি, এক দিন দেখিরে।

 ভব। না হয় দেখলাম, একবার বই ত হবার মর্ব না।

 মহে তা ইচ্ছা করিয়া মরিয়া কাজ কি?

 ভবা। মহেশ্র সিংহ, তোমাকে মানুষের মত মানুষ বলিয়া আমার কিছু বোধ ছিল, কিন্তু এখন দেখিলাম, সবাই যা, তুমিও তা। কেবল স্থর ঘির যম। দেখ, সাপ মাটিতে বুক দিয়া হাটে, তাহা অপেক্ষা নীচ জীব আমি ত আর দেখি না; সাপের ঘাড়ে পা দিলে সেও ফণী ধরিয়া উঠে। তোমার কি কিছুতেই ধৈর্য্য নষ্ট হয় না দেখ, যত দেশ আছে,— মগধ, মিথিলা, কাশী, কাঞ্চী, দিল্লী, কাশ্মীর, কোন দেশের এমন ছর্দশ, কোন্‌ দেশে মানুষ খেতে না পেয়ে ঘাস খায়? কাটা খায়? উইমাটি খায়? বনের লতা খায়? কোন দেশে মানুষ শিয়াল কুকুর খায়, মড় খায়? কোন দেশের মামুষের সিন্দুকে টাকা রাখিয়া সোয়াস্তি নাই, সিংহাসনে শালগ্রাম রাখিয়া সোয়াস্তি নাই, ঘরে ঝি বউ রাখিয়া সোয়াস্তি-নাই, ঝি বউয়ের পেটে ছেলে রেখে সোয়াস্তি নাই? পেট চিরে ছেলে বার করে। সকল দেশের রাজার সঙ্গে রক্ষণাবেক্ষণের সম্বন্ধ; আমাদের মুসলমান রাজা রক্ষা করে কই? ধর্ম্ম গেল, জাতি গেল, মান গেল, কুল গেল, এখন ত প্রাণ পর্য্যন্তও যায়। এ নেশাখের দেড়েদের না তাড়াইলে আর কি হিন্দুর হিন্দুয়ানী থাকে?

 মহে। তাড়াবে কেমন করে?

 ভবা। মেরে।

 মহে। তুমি এক তাড়াবে? এক চড়ে নাকি?

 দস্থ্য গায়িল:—

“সপ্তকোটীকণ্ঠ-কলকল-নিনাদকরালে।
দ্বিসপ্তকোটীভুজৈধৃতখরকরবালে
অবলা কেন মা এত বলে।”

 মহে। কিন্তু দেখিতেছি তুমি এক।

 ভব। কেন, এখনি ত দুশ লোক দেখিয়াছ।

 মহে। তাহারা কি সকলে সস্তান?

 ভব। সকলেই সস্তান।

 মহে। আর কতে আছে?