পাতা:চন্দ্রশেখর- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- কাদে ১১৭ 4* 值 變 জামিয়ট নৌকা হইতে অবতরণ করিলেন । এানির ਬੋ সরণ করিয়া চলিলেন। কিয়দপুর গমন করিয়া দেখিলেন, সেই বালুকাগ্রাস্তরমধ্যে একাকী কেহ বসিয়া আছে। আমিয়ট নিকটে গেলেন । দেখিলেন, একটি স্ত্রীলোক উচ্চৈঃস্বরে.কাদিতেছে । আমিয়ট হিন্দি ভাল জানিতেন না। স্ত্রীলোককে জিজ্ঞাসা করিলেন, “কে তুমি ? কেন” কাদিতেছ?” স্ত্রীলোকটি তাছার झिकि क्तिहूद्दे বুঝিতে পারিল না, কেবল উচ্চৈঃস্বরে কঁাদিতে লাগিল । আমিয়ট, পুন:পুন:তাহার কথার কোন উত্তর না পাইয়া হত্তেজিতের দ্বারা তাকে সঙ্গে মালিতে বললেন । উঠিল । আমিয়ট, অগ্রসর হইলেন । রমণী তাহার সঙ্গে সঙ্গে কাদিতে কাদিতে চলিল। এ ভার কেহ নহে–9পাপিষ্ট: শৈবলিনী ।