পাতা:দেবী চৌধুরানী - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

éर्थभ थ७-छूऊँौम्न शब्रिटव्झर्म প্র। বুঝেছি, আর বলিতে হবে না। তা তুমি স্বন্দরী। যে কুৎসিত, সে ঘরণী গৃহিণী । হলো কিসে ? ... " - - ' সা। আমি বাপের একটি সন্তান, আমাকে পাঠায় না ; আর আমার বাপের সঙ্গে আমার শ্বশুরের সঙ্গে বড় বনে না। তাই আমি এখানে কখন থাকি না। কাজে কৰ্ম্মে কখন আনে । এই দুই চারি দিন এসেছি, আবার শীঘ্ৰ যাব। প্রফুল্ল দেখিল যে, সাগর দিব্য মেয়ে—সতীন বলিয়া ইহার উপর রাগ হয় না। প্রফুল্ল বলিল, “আমায় ডাকলে কেন ?” সা। তুমি কিছু খাবে ? প্রফুল্ল হাসিল, বলিল, “কেন, এখন খাব কেন ?” সা। তোমার মুখ শুকনো, তুমি অনেক পথ এসেছ, তোমার তৃষ্ণা পেয়েছে। কেউ তোমায় কিছু খেতে বললেন না । তাই তোমাকে ডেকেছি। প্রফুল্ল তখনও পর্য্যন্ত কিছু খায় নাই। পিপাসায় প্রাণ ওষ্ঠাগত । কিন্তু উত্তর করিল, “শাশুড়ী গেছেন শ্বশুরের কাছে মন বুঝতে। আমার অদৃষ্টে কি হয়, তা না জেনে আমি এখানে কিছু খাব না। বাট খেতে হয় ত তাই খাব, আর কিছু খাব না।” সা। না না, এদের কিছু তোমার খেয়ে কাজ নাই। আমার বাপের বাড়ীর সন্দেশ আছে--বেশ সন্দেশ । এই বলিয়া সাগর কতকগুলা সন্দেশ আনিয়া প্রফুল্লের মুখে গুজিয়া দিতে লাগিল। অগত্যা প্রফুল্ল কিছু খাইল । সাগর শীতল জল দিল, পান করিয়া প্রফুল্ল শরীর স্নিগ্ধ করিল। তখন প্রফুল্ল বলিল, “আমি শীতল হইলাম, কিন্তু আমার মা না খাইয়া মরিয়া যাইবে ।” সা । তোমার মা কোথায় গেলেন ? প্র । কি জানি ? বোধ হয়, পথে দাড়াইয়া আছেন । সা। এক কাজ করব ? প্র । কি ? সা। ব্ৰহ্ম ঠানদিদিকে তার কাছে পাঠিয়ে দেব ? প্র । তিনি কে ? সা। ঠাকুরের সম্পর্কে পিসী—এই সংসারে থাকেন। প্র । তিনি কি করবেন ? .*