পাতা:দেবী চৌধুরানী - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ৰীে দেৱানী । BBBS BBB BB BB DDD DB BBB BB BBB BBS BB S কত চিত্র। তার উপর কত উচ্চ মসনদ—মখমলের কামদার বিছানা, ভিন দিকে সেইরূপ । বালিশ ; সোনার আতরদান, তারই গোলাব-পাশ, সোনার বট, সোনার পুষ্পপাত্র—তাহাতে রাণীকৃত সুগন্ধি ফুল ; সোনার আলবোলা ; পোরঙ্গরের সর্টকা—সোনার মুখনলে মতির খোপ তুলিতেছে—তাহাতে মৃগনাভি-মুগন্ধি তামাকু সাজা আছে। হুই পাশে হুই রূপার ঝাড়, তাহাতে বহুসংখক সুগন্ধি দীপ রূপার পরীর মাথার উপর জ্বলিতেছে ; উপরের ছাদ হইতে একটি ছোট দীপ সোনার শিকলে লটুকান আছে। চারি কোণে চারিটি রূপার পুতুল, চারিটি বাতি হাতে করিয়া ধরিয়া আছে।—মসনদের উপর এক জন স্ত্রীলোক শুইয়া আছে—তাহার মুখের উপর একখানা বড় মিহি জরির বুটাদার ঢাকাই রুমাল ফেলা আছে। মুখ ভাল দেখা . . যাইতেছে না–কিন্তু তপ্তকাঞ্চন-গৌরবর্ণ—আর কৃষ্ণ কুঞ্চিত কেশ অনুভূত হইতেছে ; কানের গহনা কাপড়ের ভিতর হইতে জ্বলিতেছে—তার অপেক্ষা বিস্তৃত চক্ষের তীব্র কটাক্ষ আরও ঝলসিতেছে। স্ত্রীলোকটি শুইয়া আছে—ঘুমায় নাই। - ব্ৰজেশ্বর দরবার-কামরায় প্রবেশ করিয়া, শয়ান সুন্দরীকে দেখিয়া জিজ্ঞাসা করিলেন, “রাণীজিকে কি বলিয়া আশীৰ্ব্বাদ করিব ?” সুন্দরী উত্তর করিল, “আমি রাণীজি নই।” & ব্ৰজেশ্বর .দেখিল, এতক্ষণ ব্রজেশ্বর যাহার সঙ্গে কথা কহিতেছিল, এ তাহার গলার । আওয়াজ নহে। অথচ তার আওয়াজ হইতে পারে ; কেন না, বেস স্পষ্ট বুঝা যাইতেছে যে, এ স্ত্রীলোক কণ্ঠ বিকৃত করিয়া কথা কহিতেছে। মনে করিল, বুঝি দেবী চৌধুরাণী হরবোলা, মায়াবিনী—এত কুহক না জানিলে মেয়েমানুষ হইয়৷ ডাকাইতি করে ? প্রকাশে জিজ্ঞাসা করিল, “এই যে র্তাহার সঙ্গে কথা কহিতেছিলাম—তিনি কোথায় ?” وم ،" সুন্দরী বলিল, “তোমাকে আসিতে অনুমতি দিয়া, তিনি শুইতে গিয়াছেন। রাণীতে তোমার কি প্রয়োজন ?” - - ব্র । তুমি কে ? সুন্দরী । তোমার মুনিব। - ব্র । আমার মুনিব ? - সুন্দরী । জান না, এই মাত্র তোমাকে এক কড়া কাণ কড়ি দিয়া কিনিয়াছি ? ত্র। সত্য বটে। তা তোমাকেই কি বলিয়া আশীৰ্ব্বাদ করিব ? সুন্দরী। আশীৰ্ব্বাদের রকম আছে মা কি ?