পাতা:দেবী চৌধুরানী - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পাঁচ। তবে তোমায় জল তুলিতে, কাঠ কাটিতে হইবে—আমি বারেঙ্গ ভূমি ੋ-ੋਜ, না বংশজ ? a ত্র। এ কথা ত বিবাহের সম্বন্ধের জন্যই প্রয়োজন হয়। সম্বন্ধ যুটিবে কি ! আমি পাচ । কৃতদার ? কয় সংসার করিয়াছেন ? ত্র। জল তুলিতে হয়—জল তুলিব—অত পরিচয় দিব না। তখন পাঁচকড়ি দেবী রাণীকে ডাকিয়া বলিল, “রাণীজি। বামুন ঠাকুর বড় অবাধ্য। কথার উত্তর দেয় না।” 훈 নিশি অপর কক্ষ হইতে উত্তর করিল, “বেত লাগাও।” তখন দেবীর একজন পরিচারিক সপাৎ করিয়া একগাছা লিকুলিকে সরু বেত পাঁচকড়ির বিছানায় ফেলিয়া দিয়া চলিয়া গেল। পাঁচকড়ি বেত পাইয়া ঢাকাই রুমালের ভিতর মধুর অধর চারু দন্তে টিপিয়া বিছানায় বার দুই বেতগাছা আছড়াইল। ব্রজেশ্বরকে বলিল, “দেখিয়াছ ?” - ব্রজেশ্বর হাসিল । বলিল, “আপনারা সব পারেন। কি বলিতে হুইবে বলিতেছি।” পাচ। তোমার পরিচয় চাই না—পরিচয় লইয়া কি হইবে ? তোমার রান্না ত খাইব না। তুমি আর কি কাজ করিতে পার, বল ? o ব্র। হুকুম করুন। পাচ। জল তুলিতে জান ? ত্র | না । পাচ। কাঠ কাটিতে জান ? ब । ब ।। २ ।। পাঁচ। বাজার করিতে জান ? ত্র। মোটামুটি রকম। برای পাঁচ। মোটামুটিতে চলিবে না। বাতাস করিতে জান ? ব্র । পারি। পাচ । আচ্ছ, এই চামর নাও, বাতাস কর । ব্ৰজেশ্বর চামর লইয়া বাতাস করিতে লাগিল। পাঁচকড়ি বলিল, “আচ্ছ, একটা কাজ জান ? পা টিপিতে জান ?” .