পাতা:দেবী চৌধুরানী - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

'রঙ্গরাজ বরাবর কামরার দরজায় হইতে ডাকিল, “রাণী মা !” ভিতর হইতে উত্তর, “কে, রঙ্গরাজ ?” *、 রঙ্গ। আজ্ঞা ই-একটা সাদা নিশান আমাদের বজরা হইতে দেখান হুইয়াছে— লড়াই সেই জন্য বন্ধ আছে । - - ভিতর হইতে—“সে আমারই হুকুম মত হইয়াছে। এখন তুমি ঐ সাদা নিশান লইয়া লেফটেনাণ্ট সাহেবের কাছে যাও। গিয়া বল যে, লড়ায়ে প্রয়োজন নাই, আমি ধরা দিব।” রঙ্গ। আমার শরীর থাকিতে তাহ কিছুতেই হইবে না। দেবী। শরীরপাত করিয়াও আমায় রক্ষা করিতে পারিবে না। রঙ্গ । তথাপি শরীরপাত করিব । - দেবী। শোন, মূর্থের মত গোল করিও না । তোমরা প্রাণ দিয়া আমায় বঁাচাইতে পারিবে না—এ সিপাহীর বন্দুকের কাছে লাঠি সোটা কি করিবে ? রঙ্গ। কি না করিবে ? - দেবী। যাই করুক—আর এক বিন্দু রক্তপাত হইবার আগে আমি প্রাণ দিব,— বাহিরে গিয়া গুলির মুখে দাড়াইব—রাখিতে পারিবে না। বরং এখন আমি ধরা দিলে, পলাইবার ভরসা রহিল। বরং এক্ষণে আপন আপন প্রাণ রাখিয়া সুবিধা মত যাহাতে আমি বন্ধন হইতে মুক্ত হইতে পারি, সে চেষ্টা করিও । আমার অনেক টাকা আছে। কোম্পানির লোক সকল অর্থের বশ—আমার পলাইবার ভাবনা কি ? দেবী মুহূৰ্ত্ত জন্যও মনে করেন নাই যে, ঘুষ দিয়া তিনি পলাইবেন। সে রকম পলাইবার ইচ্ছাও ছিল না। এ কেবল রঙ্গরাজকে ভুলাইতেছিলেন। তার মনের ভিতর যে গভীর কৌশল উদ্ভাবিত হইয়াছিল, রঙ্গরাজের বুঝিবার সাধ্য ছিল না—সুতরাং রঙ্গরাজকে তাহা । বুঝাইলেন না। সরলভাবে ইংরেজকে ধরা দিবেন, ইহা স্থির করিয়াছিলেন। কিন্তু ইহাও বুঝিয়াছিলেন যে, ইংরেজ আপনার বুদ্ধিতে সব খোয়াইবে । ইহাও স্থির করিয়াছিলেন যে, শত্রুর কোন অনিষ্ট করিবেন না, বরং শত্রুকে সতর্ক করিয়া দিবেন। তবে স্বামী, শ্বশুর, সখীদিগের উদ্ধারের জন্য যাহা অবশ্য কৰ্ত্তব্য, তাহাও করিবেন ; যাহা যাহা হইবে, দেবী যেন দর্পণের ভিতর সকল দেখিতে পাইতেছিলেন । রঙ্গরাজ বলিল, “যাহা দিয়া কোম্পানির লোক বশ করিবেন, তাহা ত বজরাতেই আছে। আপনি ধরা দিলে, ইংরেজ বজরাও লইবে।” গেল। কামরার দরওয়াজ বন্ধ আছে দেখিয়া বাহির ।