পাতা:দেবী চৌধুরানী - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গেল। হরবল্লভের বোধ হইল, অরশু সিপাহীর জয় হইয়াছে, ডাকাইত মাগী ধরা পড়িয়াছে, নহিলে লড়াই বন্ধ হইবে কেন ? তখন হরবল্লভ ভরসা পাইয়া যুদ্ধস্থানে যাইতে অগ্রসর হইলেন। তবে এ রাত্রিকালে, এ অন্ধকারে, এ বন জঙ্গলের মাঝে অগ্রসর হন কিরূপে ? ডিঙ্গীর মাৰিকে জিজ্ঞাসা করিলেন, “ই বাপু মাখি-বলি, ওদিকে যাওয়া যায় কিরূপে বলতে পাৱ ?” - '..., মাঝি বলিল, “যাওয়ার ভাবনা কি ? ডিঙ্গীতে উঠুন না, নিয়ে যাচ্ছি। সিপাহীরা মারবে ধরবে না ত ? আবার যদি লড়াই বাধে ?” - ‘. হর। সিপাহীরা আমাদের কিছু বলিবে না। লড়াই আর বাধিবে না—ডাকাইত ধরা পড়েছে। কিন্তু যে রকম মেঘ করেছে, এখনই ঝড় উঠবে—-ডিঙ্গীতে উঠি কিরূপে ? মাঝি বলিল, “ঝড়ে ডিঙ্গী কখন ডুবে না।” হরবল্লভ প্রথমে সে সকল কথায় বিশ্বাস করিলেন না—শেষ অগত্যা ডিঙ্গীতে উঠিলেন। মাঝিকে উপদেশ দিলেন, কেনারায় কেনারায় ডিঙ্গ লইয়া যাইবে। মাঝি তাহাই করিল। শীঘ্ৰ আসিয়া ডিঙ্গী বজরায় লাগিল। হরবল্লভ সিপাহীদের সঙ্কেতবাক্য জানিতেন, সুতরাং সিপাহীর আপত্তি করিল না। সেই সময়ে “গোইনা ! গোইনা৷ ” করিয়া ডাকাডাকি ইষ্টতেছিল। হরবল্লভ বজরায় উঠিয়া সম্মুখস্থ আরদালির সিপাহীকে বলিল, “গেইন্দাকে খুজিতেছ? আমি গোইদা।” সিপাহী বলিল, “তোমাকে কাপ্তেম সাহেব তলব করিয়াছেন।” হর। কোথায় তিনি ? সিপা। কামরার ভিতর । তুমি কামরার ভিতর যাও। ”、"、 হরবল্লভ আসিতেছে জানিতে পারিয়া, দেবী প্রস্থানের উদ্যোগ দেখিল। “কাপ্তেন সাহেবের জন্য কিছু জলযোগের উদ্যোগ দেখি বলিয়া ভিতরের কামরায় চলিয়া গেল। এদিকে হরবল্লভ কামরার দিকে গেলেন। কামরার দ্বারে উপস্থিত হইয়া কামরার সজ্জা ও ঐশ্বৰ্য্য, দিবা ও নিশির রূপ ও সজ্জা দেখিয়া, তিনি বিস্মিত হইলেন। সাহেবকে সেলাম করিতে গিয়া, ভুলিয়া নিশিকে সেলাম করিয়া ফেলিলেন। হাসিয়া নিশি কহিল, “বন্দেগী খী সাহেব ! মেজাজ সরিফ, ” শুনিয়া দিবা বলিল, “বন্দেগী ধী সাহেব ! আমায় একটা কুর্পিস হলো ন-আমি হলেম এদের রাণী।” . ' , ; সাহেব হরবল্লভকে বলিলেন, “ইহার ফেরেন্থ করিয়া জুই জনেই বলিতেছে, আমি দেৰী