পাতা:দেবী চৌধুরানী - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবী চৌধুরাণী । مsk$ কান্না শুনিতে পাইল। সাহেব ধমকাইল, “রোও মৎ-উল্লুক। ময়না এক রোজ আলবৎ হায় ।” o - সে কথা কানে না তুলিয়, নিশির কাছে যোড়হাত করিয়া বৃদ্ধ ব্রাহ্মণ কাদিতে লাগিল। বলিল, “হা গা! আমায় কি কেউ রক্ষা করিতে পারে না গা ?” নিশি। তোমার মত নরাধমকে বাচাইয়া কে পাতকগ্রস্ত হইবে ? আমাদের রাণী দয়াময়ী, কিন্তু তোমার জন্য কেহই তার কাছে দয়ার ভিক্ষা করিব না। হর। আমি লক্ষ টাকা দিব । নিশি। মুখে আনিতে লজ্জা করে না ? পঞ্চাশ হাজার টাকার জন্য এই কুতন্ত্রের কাজ করিয়াছ—আবার লক্ষ টাকা হাক ? হর। আমাকে যা বলিবে, তাই করিব । নিশি। তোমার মত লোকের দ্বারা কোন কাজ হয় যে, তুমি, যা বলিব, তাই করিবে ? হর। অতি ক্ষুদ্রের দ্বারাও উপকার হয়—ওগে, কি করিতে হইবে বল, আমি প্রাণপণ করিয়া করিব—আমায় বঁাচাও । নিশি । ( ভাবিতে ভাবিতে ) তোমার দ্বারাও আমার একটা উপকার হইলে হইতে পারে—তা তোমার মত লোকের দ্বারা সে উপকার না হওয়াই ভাল । হর । তোমার কাছে যোড়হাত করিতেছি—তোমার হাতে ধরিতেছি— *হরবল্লভ বিহল—নিশি ঠাকুরাণীর বাউড়-পরা গোলগাল হাতখানি প্রায় ধরিয়া ফেলিয়াছিল আর কি! চতুরা নিশি আগে হাত সরাইয়া লইল-বলিল, “সাবধান। ও । হাত শ্রীকৃষ্ণের গৃহীত। কিন্তু তোমার হাতে পায়ে ধরিয়া কাজ নাই—তুমি যদি এতই কাঞ্চ । হইয়াছ, তবে তুমি যাতে রক্ষা পাও, আমি তা করিতে রাজি হইতেছি। কিন্তু তোমায় যা বলিব তা যে তুমি করিবে, এ বিশ্বাস হয় না। তুমি জুয়াচোর কৃতন্ত্র, পামর, গোইন্দাগিরি কর—তোমার কথায় বিশ্বাস কি ?" হর ; যে দিব্য বল, সেই দিব্য করিতেছি। নিশি। তোমার আবার দিব্য ? কি দিব্য করিবে ? হর। গঙ্গাজল তামা তুলসী দাও—আমি স্পর্শ করিয়া দিব্য করিতেছি। নিশি। ব্রজেশ্বরের মাথায় হাত দিয়া দিব্য করিতে পার ? झ्द्रदल्लङ श्रक्ज़िा छैठेल । बनिल, “८ङांभाळलद्र या ऐऋ, ऊांश कब्र । अभि छ। পারিব না।”