পাতা:বঙ্কিমচন্দ্রের উপন্যাস গ্রন্থাবলী (তৃতীয় ভাগ).djvu/১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আনন্দমঠ তুমি বিদ্যা তুমি ধৰ্ম্ম, তুমি হৃদি তুমি মৰ্ম্ম, ত্বং হি প্রাণাঃ শরীরে । বাহুতে তুমি ম৷ শক্তি, হৃদয়ে তুমি ম৷ ভক্তি, তোমারই প্রতিম গড়ি মন্দিরে মন্দিরে । ত্বং হি দুর্গ দশপ্রহরণধারিণী কমল কমল-দলবিহারিণী বাণী বিদ্যাদায়িনী নমামি ত্বাং নমামি কমলাঃ অমলাং অতুলাম, সুজলাং সুফলাং মাতরম্ বন্দে মাতরম্ শু্যামলাং সরলা সুস্মিতাং ভূষিতাম্ পরণীং ভরণাং মাতরম্ ॥" মহেন্দ্র দেখিলেন, দস্থ গায়িতে গায়িতে কাদিতে লাগিল । মহেন্দ্র তখন সবিস্ময়ে জিজ্ঞাসা করিলেন, “তোমর! কারা ?” ভবানন্দ বলিলেন, “আমির। সস্তান ।" মহে । সস্তান কি ? কার সস্তান ? ভব{ } মায়ের সন্ত{ল ! মহে। ভাল -সপ্তানে কি চুরি-ডাকাতি করিয়৷ মায়ের পৃঙ্গ করে ? সে .কমন মাতৃভক্তি ? ভল । আমর! চুরি দু!ল ।তি করি না । মহে । এষ্ট ত গাড়ী লঠিলে । ভণ । সে কি চুরি-ডাকাতি ? কার ঢাক। যুঠিলাম 2 মহে । কেন ? প্লীজীর । ভব । রাজাের ? এঙ্গ সে টাকা গুলি সে লষ্টবে, এ টাকায় তার কি অধিকার ? মহে । রাজার রাজভাগ । BBS BB BSK BBBBB BBB BS K আবার রাজ। কি ? - মহে । তোমর সিপাহীর তোপের মুখে কোন #: - --- দিন উড়িয়া যাইবে দেখিতেছি । ভবা । অনেক শালা সিপাই দেখিয়াছি— আজিও দেখিলাম । মহে । ভাল ক'রে দেখনি,—এক দিন দেখিবে । ভবা । না হয় দেখিলাম, একবার বৈ ত দুইবার মরিব না । মংে i ও ইচ্ছা করিয়৷ মরিয়া কাজ কি ? ভবা । মহেন্দ্র সিংহ ! তোমাকে মানুষের মত মানুষ বলিয়া আমার কিছু বোধ ছিল, কিন্তু এখন দেখিলাম, সবাই যা, তুমিও তা ; কেবল দুধ-ঘির & " যম ; দেখ, সাপ মাটীতে বুক দিয়া কাটে, তাহা । অপেক্ষা নীচ জীব আমি ত আর দেখি নাই, সাপের ঘাড়ে পা দিলে সে-ও ফণা ধরিয়া উঠে । তোমার কি কিছুতেই ধৈর্য্য নষ্ট হয় না ? দেখ যত দেশ আছে—মগধ, মিথিল কাশী, কাঞ্চী, দিল্লী, কাশ্মীর কোন দেশের এমন দুর্দশা, কোন দেশে মানুষ খেতে না পেয়ে ঘাস খায় ? কাটা খায়, উই-মাটী খায়, বনের লতা খায় ? কোন দেশে মানুষ শিয়ালকুকুর খায়, মড়া খায় ? কোন দেশের মানুষের সিন্দুকে টাকা রাখিয়া সোয়াস্তি নাই, সিংহাসনে শালগ্রাম রাখিয়। সোল্লাস্তি নাই, ঘরে ঝি-বেী রাখিয়া সোল্লাস্তি নাই,--ঝি-বউয়ের পেটে ছেলে রেখে সোয়াস্তি নাই, পেট চিরে ছেলে বার করে। সকল দেশের রাজার সঙ্গে রক্ষণাবেক্ষণের সম্বন্ধ ; আমাদের মুসলমান রাজা রক্ষা করে কৈ ? ধৰ্ম্ম গেল, জাতি গেল, মান গেল, এখন ত প্রাণ পৰ্য্যস্তও যায় । এ নেশাখোর দেড়েদের ন। তাড়াইলে আর কি হিন্দুর হিন্দুয়ানী থাকে ? মহে । তাড়াবে কেমন করে ? ভব| | মেরে । মহে । তুমি এক তাড়বে ? এক চড়ে ন কি ? দল্প গাঠল,— “সপ্তকোটিকণ্ঠকলকলনিনাদকরালে দ্বিসপ্তকেটিভুজৈবুতথরকরবালে অবলা কেন ম! এত বলে ।” মতে । কিন্তু দেখিতেছি, তুমি এক ? ভবা । কেন, এখনি ত দুশে লোক দেখিয়াছ । মহে । তাহার। কি সকলে সস্তান ? - ভবা । সকলেই সস্তান । মহে । আর কত আছে ? ভব। এমন হাজার হাজার, ক্রমে আরও হবে । মহে । না হয় দশ বিশ হাজার হ’ল, তাতে কি মুসলমানকে রাজচ্যুত করিতে পারিবে ? ভবা । পলাশীতে ইংরেজের কজন ফৌজ ছিল ? মহে । ইংরেজ আর বাঙ্গালীতে ? ভবা । নয় কিসে? গায়ের জোরে কত হয়— গায়ে জিয়াদ। জোর থাকিলে গোলা কি জিয়াদা ছোটে ? মহে । তবে ইংরেজ মুসলমানে এত তফাৎ কেন ? ভব । ধর, এক ইংরেজ প্রাণ গেলেও পলায় ন, মুসলমান গ। ঘামিলে পলায় -সরবৎ খুজিয়৷ বেড়ায়—ধর, তার পর, ইংরেজদের জিদ আছে—ষা ধরে, তা করে, মুসলমানের এলাকাড়ি । টাকার জন্ত