পাতা:বঙ্কিমচন্দ্রের উপন্যাস গ্রন্থাবলী (তৃতীয় ভাগ).djvu/২৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88 কাদাইবার জন্য ব্রজেশ্বর নাই। আমার ব্রজেশ্বর বৈকুণ্ঠেশ্বর একই ।” দেবী চক্ষু মুছিয়া বলিল, “তুমি যমের বাড়ী যাও ” নিশি। আপত্তি ছিল না । কিন্তু আমার উপর যমের অধিকার নাই । তুমি সন্ন্যাস ত্যাগ করিয়া ঘরে ষাঁও । দেবী। সে পথ খোলা থাকিলে, আমি এ পথে আসিতাম না। এখন বজরা খুলিয়া দিতে বল। চার পাল উঠাও । তখন সেই জাহাজের মত বজরা চারিখানা পাল তুলিয়৷ পক্ষিণীর মত উড়িয়া গেল । mesmams নবম পরচেছদ ব্ৰজেশ্বর আপনার নৌকায় আসিয়া গম্ভীর হইয়া বসিল । সাগরের সঙ্গে কথা কহে না । দেখিল, দেবীর বজরা পাল তুলিয়া পক্ষিণীর মত উড়িয়া গেল । তখন ব্ৰজেশ্বর সাগরকে জিজ্ঞাসা করিল, “বজরা কোথায় গেল ?” সাগর বলিল, “তা দেবী ভিন্ন আর কেহ জানে না । সে সকল কথা দেবী আর কাহাকেও বলে না ।” ব্র । দেবী কে ? স। দেবী দেবী । ত্র । তোমার কে হয় ? সা। ভগিনী । ব্র । কি রকম ভগিনী ? সা : জ্ঞাতি । ব্ৰজেশ্বর আবার চুপ করিল। মাঝিদিগকে ডাকিয়া বলিল, “তোমরা বড় বজরার সঙ্গে যাইতে পার ?” মাঝিরা বলিল, “সাধ্য কি ? ও নক্ষত্রের মত ছুটিয়াছে।” ব্ৰজেশ্বর আবার চুপ করিল। সাগর ঘুমাইয়া পড়িল । প্রভাত হইল, ব্রজেশ্বরের বজরা খুলিয়া চলিল। সূর্য্যোদয় হইলে সাগর আসিয়া ব্রজেশ্বরের কাছে বসিল । ব্ৰজেশ্বর জিজ্ঞাসা করিল, “দেবী কি ডাকইতি করে ?” সা । তোমার কি বোধ হয় ? ত্র । ডাকাইতির সমান ত সব দেখিলাম—- ডাকাইতি করিলে করিতে পারে, তাও দেখিলাম । তৰু বিশ্বাস হয় না যে, ডাকাইতি করে । , সা। তবু কেন বিশ্বাস হয় না ? ব্র । কে জানে। ডাকাইতি না করিলেই বা এত ধন কোথায় পাইল ? বঙ্কিমচন্দ্রের গ্রন্থাবলী সী । কেহ বলে, দেবী দেবতার বরে এত ধন পাইয়াছে ; কেহ বলে, মাটীর ভিতর পোত টাক৷ পাইয়াছে ; কেহ বলে, দেবী সোণা করিতে জানে । ব্র । দেবী কি বলে ? সা। দেবী বলে, “এক কড়াও আমার নয়, সব পরের ” ব্র। পরের ধন এত পাইল কোথায় ? সা। তা কি জানি । ব্র । পরের ধন হ’লে অত আমিরী করে, পরে কিছু বলে না ? সা। দেবী কিছু আমিরী করে না। খুদ খায়, মাটীতে শোয়, গড় পরে। কা’ল যা দেখলে, সে সকল তোমার আমার জন্ত মাত্ৰ—কেবল দোকানদারি । তোমার হাতে ও কি ? সাগর ব্রজেশ্বরের আঙ্গুলে নুতন আঙ্গটি দেখিল । ব্ৰজেশ্বর বলিল, “কাল দেবীর নৌকায় জলযোগ করিয়াছিলাম বলিয়, দেবী আমাকে এই আঙ্গটি মর্য্যাদা দিয়াছে।” সী । দেখি । ব্রজেশ্বর আঙ্গটি খুলিয়া দেখিতে দিল । সাগর হাতে লইয়া ঘুরাইয়া ঘুরাইয়া দেখিল । বলিল, “ইহাতে দেবী চৌধুরাণীর নাম লেখা আছে।" ব্র । কই ? স। 1 ভিতরে—ফারসীতে । ব্র । ( পড়িয়া ) এ কি এ ? এ যে আমার নাম —আমার আঙ্গটি ! সাগর ! তোমাকে আমার দিব্য, যদি তুমি আমার কাছে সত্য কথা না কও । আমায় বল, দেবী কে ? সা। তুমি চিনিতে পার নাক্ট, সে কি আমার দোষ ? আমি ত এক দণ্ডে টিনিয়াছিলাম । ত্র । কে ? কে ? দেবী কে ? সী । প্রফুল্ল । আর ব্রজেশ্বর কথা কহিল না । সাগর দেখিল, প্রথমে ব্রজেশ্বরের শরীরে কাটা দিয়া উঠিল, তার পর একটা অনিৰ্ব্বচনীয় আহলাদের চিহ্ন—উচ্ছলিত সুখের তরঙ্গ, শরীরে দেখা দিল । মুখ প্রভাময়, নয়ন উজ্জল অথচ জলপ্লাবিত, দেহ উন্নত, কাস্তি ফুৰ্ত্তিমন্ত্ৰী । তার পরেই আবার সাগর দেখিল, সব যেন নিরিয়া গেল। বড় ঘোরতর বিষাদ আসিয়া যেন সেই প্রভাময় কাস্তি অধিকার করিল । ব্ৰজেশ্বর বাক্যশূন্ত, স্পন্দন্ত, নিমেষশূন্ত। ক্রমে সাগরের মুখপানে চাহিয়া চাহিয়া ব্ৰজেশ্বর চক্ষু মুদিল । দেহ অবসন্ন হইল । ব্ৰজেশ্বর সাগরের কোলে মাথা রাখিয়া গুইয়া পড়িল ।