পাতা:গল্পাঞ্জলি.djvu/২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাল্যবন্ধু তুমি মন খারাপ কোরো না। একটু ঘুমোও দেখি । ঝি বুঝি এতক্ষণে এল—নীচে তার সাড়া পাচ্ছি । তুমি ঘুমুলে তবে আমি রান্না করতে বাব । ঘুমোও ।” নলিনী কাতরকণ্ঠে বলিল—“আমার মাথার ভিতরে আগুন জলছে—আমার কি ঘুম হবে ?” “খুব হবে । তুমি স্থির হয়ে থাক । খুকী খাবার খেয়ে এসে তোমার পায়ে হাত বুলুবে এখন—আমি একহাতে তোমার মাথায় হাত বুলিয়ে BDSBBBBBB BBBB BBBB BB SBBBBSS BBBB BB BB করতে লাগিল । কিয়ৎক্ষণ পরে নলিনী আবার চক্ষু খুলিল । স্ত্রীর মুখের গানে কিয়ৎক্ষণ চাহিয়া থাকিয়া বলিল – “হিমু ” “কি ?” “আমি কতদিন তোমায় মেরেছি—তোমায় জুতো পর্যাস্ত মেরেছি । * মি কেন আমার সেবা করছ ?” অল্প হাসিয়া হেমাঙ্গিনী বলিল—“কেন সেবা করছি ? বেশ করছি —যা গু, আমার খৃসী”—বলিয়া অবনত হইয়া স্বামীর মুখচুম্বন করিল। তাহার পর নলিনী সুমাইয়ু পড়িল । § # k তৃতীয় পরিচ্ছেদ বৈকালে এটর্ণির অফিস হইতে নলিনীর নামে পত্র আসিল, তাহার সতবাটখানি এখন ভবানীপুরের বিপিনবাবুর সম্পত্তি, অল্প হইতে সপ্তাহ যেন বাড়ী সে খালি করিয়া দেয়।