পাতা:গল্পাঞ্জলি.djvu/৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Հե- গল্পাঞ্জলি নলিনী দাড়াইয়া উদাসনেত্রে তাহাই দেখিতে লাঞ্জিল, আর ভাবিতে লাগিল, এত লোক কৰ্ম্মস্থানে যাইতেছে—আমারই কোনও কৰ্ম্ম নাই । নদি ও বিপিনবাবুর কথাগুলিকে সে অবাচিত উপদেশ বলিয়া উপহাস করিয়া আসিয়াছে, তথাপি সে উপদেশবাণী তাঙ্গর মনের ছয়ারে আসির বারস্বার আঘাত করিতে লাগিল । নলিনী মনে মনে বলিতে লাগিল—“উদ্যোগিনং পুরুষসিংহমুপৈতি লক্ষ্মী :–ঠিক কথা । কেন আমি পেতে না পেয়ে মরব ? কেন আমার স্ত্রীপুত্র খেতে না পেয়ে নরবে ? ঠিক কথা—আনি কৰ্ম্মের সন্ধান করব, যে কোন ও কৰ্ম্ম হোকৃ—আমার অ-র মান আপমান নেই । একবেলা ও যদি আহার পাই, তাহলে ও প্রাণধারণ হবে । তা ও 'ক জুটবে না ? অবশ্য জুটয়ে নেব । আমায় বাচতেই হবে— ম’ন’র স্ত্রী ছেলে মেয়েকে বাচাতেই হবে । দেখি ভগবান কি করেন।”—নলিনী মনে বেশ একটু উত্তেজনা অনুভব করিতে C --- লাগল । † চৌরঙ্গির একটা ত্রিতল অট্টালিকার উপর, বড় বড় লাল অক্ষরে এক ঈ-রাজি দোকানের নাম পড়া যাইতেছিল । নলিনী সেইদিকে পদচালনা করিল। দোকানের দ্বারে পৌঁছিয়া, দ্বারবানের অনেক খোসামোদ করিয়া, ত্রিতলের উপর বড়সাহেবের আপিসকক্ষে নলিনী নীত হইল । সাহেব পাভাপত্ৰ লইয়া হিসাব পরীক্ষা করিতেছিলেন । লোকটি প্রৌঢ়বয়স্ক— মস্তকে কেশ অত্যন্ত বিরল-গোফ দাড়া কামানে । নলিনী প্রবেশ করিয়া বলিল—“গুডমৰ্ণিং সার।” সাহেব কাগজ হইতে চক্ষু তুলির ইংরাজিতে বলিলেন—“শুড মর্ণিং। কি চাঙ্গ বাৰু ?”