পাতা:গল্পাঞ্জলি.djvu/৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাল্যবন্ধু ՑԳ বসগোল্লা হাতে তুলিয়া বলিল—“আমার দ্বিতীয় কথাটির ত উত্তর :"লেন না ?” ভূবনবাবু বলিতে লাগিলেন--“আপনার সে ঘটনা শনিবারে হয়েছিল ন –কাল রবিবার কাগজে আমি পড়লাম। পড়ে মনটায় বড় আহলাদ আমরা বাঙ্গালীর আত্মসন্মানের জ্ঞানটা এমন হারিয়ে বসেছি যে প্ৰ গ, ঘাটে প্রতিদিন অপমানিত হচ্ছি অথচ তার কোন ও প্রতিকার করতে :ন । কাগজে লেখা ছিল, আপনি সেই ফিরিঙ্গিটার কাছে পেন্সিলট বাপু চেয়েছিলেন, তাই সে আপনাকে ডাম নিগার বলে। তখনি *প *ন তার নাকে –** নলিনী বাধা দিয়া বলিল—“নাকে নয়, গালে ।” “গালে ? লেখা ছিল তার নাকে এক ঘুসি বসিয়ে দিয়েছিলেন।” “সুসি নয়, চড়। তারপর যখন সে আমায় আক্রমণ করলে তখন চালিয়েছিলাম বটে ’ ভুবনবাৰু হা হা করিয়া হাসিতে লাগিলেন । বলিলেন—“বেশ এ প্ৰছিলেন, উত্তম করেছিলেন। দেখবেন, সে ফিরিঙ্গী ইহুজীবনে আর + 'ন ও বাঙ্গালীকে ড্যাম্ নিগার বলবে না । হ্যা—তারপর কি প *ছলাম ? কাগজেই লেখা ছিল, সোমবার পুলিস আদালতে আপনার * কদমা হবে। ভাবলাম যাই, দেখি লোকটার চেহারা কি রকম । পুবছিলাম, মস্ত একটা দীর্ঘাকৃতি জোয়ান, মোটা মোটা হাড়, মোট ইতির আঙুল, এই রকম একজন বীরকে দেখব। ও হরি, আপনি সপন ডকে এসে দাড়ালেন, দেখি যে এক তালপাতার সেপাই ! কথাটা ঠিক —গায়ের জোরে বীর হয় না—মনের জোরেই বীর । এই ত রাশিয়ানর, জাপানীদের তুলনায় এক একটি অস্থর বিশেষ—তবু তারা তেবে মরলেন কেন ?” 要