পাতা:গল্পাঞ্জলি.djvu/৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 o গল্পাঞ্জলি আমরা কোনও খবরই পেলাম না, সমস্ত দিন বউম নাইলে না, খেলে না । সাড়েচার আনা পয়সা টেরাম ভাড়া দিয়ে আমার ভাস্করপোকে তোমায়পু’জতে ভবানীপুরে পাঠান হয়েছিল, সে এসে বল্পে তুমি দশটার সময়ই বিপিন বাবুর বাড়ী থেকে বেরিয়ে এসেছ । এই না শুনে কেঁদে কেঁদে সন্ধেবেলা বউমার জর হল । কি জ্বরের ধুম, কি কাপুনি ! গায়ে স্থখানা নেপ চাপা দিয়ে আমি চেপে ধরে বই লাম, তবু কাপুনি যায় না । গা যেন BBB S BBB BB SBB BBBSBBB BBBB BB BBBS BB পর আমি উলুন জেলে বক্নোতে করে দুটো আলুভাতে ভাত রোধে ছেলেটাকে খাওয়াই । আহ। সারাদিম বাছারী কিছু খায় নি, কিছু খায়নি —” খুকী বাধা দিয়া বলিল—“কেন ঝি, তুই ত আমাদের মুড়কি কিনে এনে দিয়েছিলি, আমরা ত খেয়েছিলাম।” নলিনী বলিল—“তুনি দাড়িয়ে থেক না হিমু, দুর্বল শরীর, বিছানায় এসে বস ” হেমাঙ্গিনী থোকাকে কোলে লই দু। নেঝেতেই বসিল । নলিনী বলিল—“আমি পুলিশ আদালতে গিয়েছিলাম সে খবর-কি করে পেলে ঝি ?” ঝি সে কথার উত্তর না দিয়া বলিতে লাগিল—“তার পর বলি শোন না। ভোর বেলায় জরটা ছেড়ে গেল। বেলা ৮টার সময় বোসেদের বাড়ী গিয়ে মেঝ বাবুকে বল্লাম—বাবু আমাদের ত এই রকম বিপদ, বেীমা ত কেদে কেটে জর করে বসেছে, আমাদের বাবু কোথায় গেল, খবর নিতে পাৱ ? মেঝ বাবুত গেরাজ্যিই করে না-কথাই কাণে তোলে না, শেষে বল্লে—কোথা মদ খেয়ে পড়ে আছে, আমি কোথা খুজব বল। অনেক বলা কওয়াতে শেষে বল্লে, ঝি, এ কলকাতা সহর, কোথা তাকে খুঁজে