পাতা:গল্পাঞ্জলি.djvu/৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S3 . গল্পাঞ্জলি তোমাদের বাবুর মোকৰ্দমা হবে, আমরা অনেক ছেলে দেখতে যাব, আজ আর ইস্কুল যাচ্ছিনে। বলে, ভাসতে হাসতে চলে গেল। নয় বউমা, আমি এসে বলিনি ?” হেমাঙ্গিনী বলিল—“হঁ্যা বলেছিলে । সে সব কথা হবে এখন ঝি, তুমি কয়লায় আগুন দিয়ে বাজার থেকে দু পয়সার চিনি আন । বাবুকে একটু সরবৎ করে দিই, জল খান ।” ঝি চলিয়া গেল । নলিনী বলিল—“জলখাবার আনতে দিতে হবে না—আমি এই মাত্র জলখাবার খেয়ে আসছি ।” নলিনী তখন সংক্ষেপে, শনিবার হইতে নিজ বুত্তান্ত বর্ণনা করিয়া কহিল—“বোধ হয় অনাহারে মরতে হবে না। সেই বাবুর্টি বলেছেন, ত্রিশ চল্লিশ টাকা মাইনের একটি চাকরি তিনি আমায় জুটিয়ে দেবেন। দেখি কি ভয় ।” হেমাঙ্গিনী বলিল—“নিশ্চয় হবে । ভগবান কখনই আমাদের ভুলবেন না । তুমি এস, স্নান করে ফেল ।” স্নান করিতে করিতে ঝির নিকট তাহার বাকী ইতিহাসটুকুও নলিনী অবগত হইল । মোকৰ্দমার কথা শুনিয়া বোসেদের মেঝ বাবুর কাছে আবার গিয়াছিল। মেঝ বাবু সকল বৃত্তান্ত অবগত হইয়া বলিয়াছিলেন, সামান্য মারপিটের মোকৰ্দমা, বেশী কি আর হইবে, বড় জোর বিশ ত্ৰিশ টাকা জরিমান হইতে পারে । তাই শুনিয়া ঝি নিজের পুরাতন বালা যোড়াটা বন্ধক রাখিয়া অনেক কষ্টে পঞ্চাশটি টাকা সংগ্ৰহ করিয়া, লোককে জিজ্ঞাসা করিতে করিতে পুলিস আদালতের দিকে যাইতেছিল । কাছাকাছি পৌছিয়া দেখিল বাবু একজন অপরিচিত লোকের সঙ্গে আদিলতের সিড়ি হইতে নামিয়া, গাড়ী করিয়া কোথা চলিয়া গেলেন। ও বাবু ও বাবু বলিয়া ঝি ডাকিয়াও ছিল, কিন্তু বাবু তাহা শুনিতে পান নাই ।