পাতা:গল্পাঞ্জলি.djvu/৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাল্যবন্ধু 8ළු সপ্তম পরিচ্ছেদ পরদিন বেলা ৮টার সময় নলিনী বেলিয়াঘাটায় গিয়া ভূবনেশ্বর বাবব সঠিত সাক্ষাৎ করিল। ভুবনেশ্বর বাবু নলিনীকে দেখিয়া সম্মিত বদনে বলিলেন—“আমুন--- আগুন। বসুন। তার পর, বাড়ী গিয়ে কাল কি দেখলেন ? তাবা খুব উতল হয়েছিলেন বোধ হয় ?” “খুব উতল হয়েছিলেন । তবে, কাল ৮টা থেকে আমার খবরটা তারা পেয়েছিলেন, প্রাণে বেচে আছি এটুকু জানতে পেরেছিলেন।” বলিয়, যাঙ্গ যাহা ঘটিয়াছিল, সমস্তই নলিনী বর্ণনা করিল। তাঙ্কার এই পারিবারিক করুণকাহিনী শুনিতে শুনিতে ভুবন বাবুর চক্ষু দুটি সঙ্গল তইয়া উঠিল । নলিনীর কথা শেষ হইলে ভূবন বাবু কিয়ৎক্ষণ নিস্তব্ধ হইয়া বসিয়া রছিলেন। শেনে একটি দীর্ঘনিশ্বাস ত্যাগ করিয়া বলিলেন—“তামাক খাবেন ? ওরে, তামাক দে।” নলিনী বলিল—“আমার সে বিষয়টা—” ভুবন বাবু বলিলেন—“চাকরীর কথা জিজ্ঞাসা করছেন ? কাল সন্ধ্যার পর ঐ জন্তেই আমি বেরিয়েছিলাম। শ্রামবাজারে ষোগান "বাবু বলে আমার এক বন্ধু আছেন, তিনি ব্রাউন জোন্স কোম্পানিব । বাড়ীর হেডক্লার্ক। আপিসে র্তার ভারি খাতির, সাহেবের একবারে হাতধরা । আপিস খুব ভাল, উন্নতিও শীগগির শীগগির হয়। যোগীন বাৰু বল্লেন—তাদের আপিসে এ সময় কোনও চাকরিই খালি নেই । তবে কাৰ অনেক বেড়েছে, সাহেবদের বলে কয়ে আপনাকে পেছু