পাতা:গল্পাঞ্জলি.djvu/৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাল্যবন্ধু ტx5 আজকাল খোসামোদেরই বাজার । আমরা ত প্রায়ই ওঁর বাড়ীতে শনিবার করতে বাষ্ট —আপনি যান না কেন ?” নলিনী একটু হাসিয়া বলিল—“আপনার মোটা মোট মাইনে পান, আপনাদের শনিবার করা পোষায় । আমি গরীব মানুষ, আপনাদের দলে পড়ে যদি শনিবার করতে শিখি, তা হলে আমার দুর্গতিটা কি হবে বলুন /" , পেটেই খেতে কুলোয় না ভ শনিবার করি কোখেকে বলুন ?” বনোদবাবু বলিলেন—“তা যাবেন । মদে আপনার আপত্তি থাকে, মঃ ৭ থেলেন। বসবেন—গল্পগুজব করবেন—চলে আসবেন ।” পণ শনিবার নলিনী বিনোদবাবুর সঙ্গে বড়বাবুর সান্ধা-সমিতিতে উপ স্ত্র গু হুইল । অপর সকলেই বোতলবাহিনীর সেবায় তৎপর হইলেন – নলিনীই কেবল বসিয়া রহিল । মদ খাইবার জন্তু কেহ কেহ নলিনীকে সপ সাপনা করিল –স্বয়ং বড়বাবুও দুই একবার বলিলেন, কিন্তু নলিনী স" - তষ্টল না। এখন তাহার পানস্পৃহা ত নাই-ই ; বরং মদ্যের প্রতি কটা বিজাতীয় ঘুণ জন্মিয়াছে। তথাপি কি করিবে, চাকরির খাতিরে প" পরে আরও দুই শনিবার গিয়া বসিয়া রহিল । ং কয়দিন বড়বাবু নলিনীর প্রতি একটু প্রসন্ন হইয়াছিলেন। কিন্তু সামবার হইতে আবার তিনি বাকিয়া দাড়াইলেন । নলিনী ইহার কারণ '*কৃষ্ট বুঝিল না । - মঙ্গলবার দিন বিনোদবাবু নলিনীকে আড়ালে ডাকিয়া বলিলেন— "আপনার কি ৰুদ্ধি মুদ্ধি কিছুই নেই ? এই কত কষ্টে বড়বাবুর মন প:লন,—আবার সৰ বিগড়ে দিলেন ?” নলিনী বিস্মিত হইয়া বলিল—“কেন কি করেছি ?” “আপনি নাকি কার কাছে বলেছেন, শনিবার রাত্রে বড়বাবু মদ খেয়ে ধেষ্ট ধেষ্ট করে নাচেন ? অারও নাকি কি সব বলেছেন ?”