পাতা:গল্পাঞ্জলি.djvu/৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

«:Եմ গল্পাঞ্জলি যে আপনার পরকাল নষ্ট কবে । কাল সন্ধেবেলা আসবেন এখন, দুজনে একস-ই যত্ন ওয়া যাবে i** -দশম পরিচ্ছেদ বাড়ী ফিরিয়া, আহারাদি কোন ও মতে শেষ করিয়া, নলিনী শয্যায় প্রবেশ করিল । অন্তদিন, সারাদিন পরিশ্রমের পর, বিছানায় পড়িবামাত্র ঘুমাইয়া যায়, আজ আর তাহা হইল না। আজ সে বিষম সমস্তায় পড়িয়া গিয়াছে । প্রতিজ্ঞা রক্ষা করিবে, ন চাকরি রক্ষা করিবে ? চাকরিটি বদি বায়, তবে কি হইলে ? নলিনী মনে মনে হিসাব করিয়া দেখিল, যে দিন এ বাড়ীতে বাসের মেয়াদ পুর্ণ হইবে, তাহার চারিদিন পরেই তাহার চাকরির বৎসরও শেষ হইবে । বিপদের উপর বিপদ । বাল্যকালের পাঠ মনে পড়িল— বিপদ্বিপদং সম্পৎ সম্পদম্ মকুবপ্নাতি—ৰিপদ বিপদকে এবং সম্পদ সম্পদকে অনুধাবন করে । এই দুই ৰিপদ ত তাহীদের করাল ৰঙ্গন বিস্তার করিয়া তাহাকে গ্রাস করিতে আসিতেছে—উহাদের পশ্চাতে না জানি আর কোন কোন বিপদ লুক্কায়িত আছে ! - হায়, নলিনী কি করিবে ? কেনই বা ভুবনবাবুর সাক্ষাতে ঔষধের শিশির গল্প করিয়াছিল —যাক্‌, সে আর ভাবিয়া কি হইবে ?--ভুৰন বাবুও নাই যে তাহাকে দিয়া ৰভু বাবুর কাছে সুপারিশ করাইবে । এবার তিন মাসের পূৰ্ব্বে তিনি আসিভে পরিবেন না বলিয়া গিয়াছেন । তাহাকে চিঠি লিখিলে বা টেলিগ্রাম করিলে হয় না ? সময়ই বা কৈ ? কাল সন্ধ্যা