পাতা:গল্পাঞ্জলি.djvu/৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিলাত ফেরতের বিপদ •දෘථා আজ্ঞানুসারে দাসী কক্ষ হইতে নিশ্রণন্ত হইল। গৃহিণী তখন বলিলেন —“কি হয়েছে সরযু ? ব্যাপার কি ?” “স্বপ্রভার সঙ্গে প্রকাশের বিয়ে কি স্থির ?” “স্থির বৈ কি। একমাস পরে দিন স্থির হয়েছে। কেন বল দেখি ?” —গৃহিণীর কণ্ঠস্বর শঙ্কাকুল । । ব্যাগের কোমল হাতলটি অঙ্গুলির দ্বারা মুচড়াইতে মুচড়াইতে সরয় বলিলেন—“বড় খারাপ সংবাদ নিয়ে এসেছি, মিসেস রায় । আমার মাফ করবেন। এ বিয়ে হতে পারে না—ভেঙ্গে দিতে হবে ** এ কথা শুনিয়া গৃহিণীর মুখ শুকাইয়া গেল। কম্পিত স্বরে বলিলেন— “বিয়ে ভেঙ্গে দিতে হবে ? কি সৰ্ব্বনাশ ! কেন, কি হয়েছে ?” মুখখানি নত করিয়া মিস মল্লিক ধীরে ধীরে বলিলেন—“প্রকাশ– বিলাতে—বিয়ে করে এসেছে।” “প্রকাশ বিয়ে করে এসেছে !” *বিয়ে করে এসেছে।” “বল কি !—তাও কি হতে পারে ? অসম্ভব ! প্রকাশকে আমরা বরাবর বেশ ভাল, ধাৰ্ম্মিক ছেলে বলেই জানি, সে কি আমাদের এমন করে ঠকাবে ? না না-এ কথা বিশ্বাসযোগ্য নয়। নিশ্চয়ই কোন শক্রতে এ কথা রটনা করেছে। কে বলেছে বল ত ?” “কেউ বলেনি মিসেস রায় । দুর্ভাগ্যবশতঃ আমি নিজেই আবিষ্কার করেছি ” 疊 “আবিষ্কার করেছ !—তুমি কি করে আবিষ্কার করলে ?” সরযু তখন ধীরে ধীরে পেগি ব্যাগটি খুলিয়া একখানি চিঠি বাহিৰ করিয়া মিসেস রায়ের হস্তে দিলেন