পাতা:গল্পাঞ্জলি.djvu/৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিলাত ফেরতের বিপদ Գ{: পত্ৰখানি দুইবার পড়িয়া গৃহিণী বলিলেন—“এ কোন পি,সি, চৌধুরী? এ চিঠি তুমি কোথায় পেলে?” “আমার ভাই, প্রকাশের চেস্বাস থেকে আমার পড়বার জন্তে একখানা উপন্যাস চেয়ে এনেছিল। সেই বইয়ের মধ্যে এ চিঠি পেয়েছি।” শুনিয়া মিসেস রায় নিস্তব্ধভাবে বসিয়া রহিলেন। সরযূ বলিতে লাগিলেন— . . “কাল বিকালে বইখানা এনে দিয়েছিল । কাল আর সেটা দেখবার অবসর পাইনি। আজ দুপুর বেলা বই খুলে দেখি, এই চিঠি তার মধ্যে। শিরোনামা পড়েই চম্কে গেলাম। ভাবলাম, কি ভয়ানক – বিলাতে একজন মিসেস পি, সি, চৌধুরী ছিল ? প্রথম মনে হল, শিরোনামায় হয় ত ভুলে মিসেস লিখেছে—চিঠি খুলে পড়লেই সন্দেহভঞ্জন হয়ে যাবে। আবার ভাবলাম, ভুলই হোক যাই হোক, পরের চিঠি পড়বার আমার অধিকার কি ? তখন আমার ভিতর থেকে কে যেন বলে উঠল,—‘প্রকাশের সঙ্গে স্বপ্রভার যখন বিয়ের কথা হয়েছে, তখন এ বিষয়ে অনুসন্ধান করবার অধিকার তোমার আছে।”—ভেবে দেখলাম, কথাটা ঠিক । যদি বাস্তবিকই প্রকাশ বিলাতে বিয়ে করে এসে থাকে, তবে সুপ্রভার সঙ্গে ত কোনমতেই তার বিয়ে হতে পারে না। যদি সে স্ত্রীকে পরিত্যাগ করেও এসে থাকে, তা হলেও নয় ;—কারণ ব্রাহ্মসমাজে দ্বৈতবিবাহের পাপ প্রবেশ করবে, এ ত কোন মতেই হতে দেওয়া উচিত নয়। সুতরাং এ চিঠি দেখা, শুধু আমার অধিকার নয়-কৰ্ত্তব্য কৰ্ম্ম । সমাজের কাছে, ধন্মের কাছে এর জন্তে আমি দায়ী। এই রকম সাত পাঁচ ভেবে চিঠি খান খুলে পড়লাম। সন্দেহ ঘুচে গেল। লিখতে ভুল. একবার হতে পারে—তিন তিন বার ভুল হয় না। ভিতরেও রয়েে মিসেস —আবার প্রিয় মহাশয় ।”