পাতা:গল্পাঞ্জলি.djvu/৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

今やジ গল্পাঞ্জলি গৃহিণী কষ্টে কথা কহিয়া বলিলেন—“আচ্ছা, তুমি যা বলছ, যদি তাই হত তাহলে সে স্ত্রীলোকের যেটা নিজের নাম, যেমন নেলি কি জেসি, তাই থাকত। মিসেস পি, সি, লিখলে কেন ?”

  • সধবা স্ত্রীলোককে স্বামীর নামের আদ্যক্ষর দিয়ে লেখাই নিয়ম। মিসেস নেলি চৌধুরী লিখলে বোঝাত যে সে বিধবা স্ত্রীলোক ।”

“কেন, আমাদের দেশে মিসেস সরোজিনী গুপ্ত, মিসেস প্রভাবতী ঘোষ, এ রকম ত লেখে। তারা ত সধবা ।” সরযু বিজ্ঞভাৰে বলিলেন—“ও রকম লেখা ভুল । আমি বাবার কাছে শুনেছি।”—সরযুর পিতা একজন বিলাতপ্রত্যাগত ডাক্তার— স্বতরাং আর কথা চলিল না। গৃহিণী একটি গভীর দীর্ঘনিঃশ্বাস ফেলিয়। বলিলেন —“পৃথিবীতে কাউকে বিশ্বাস করবার যে নেই । মেয়ের জন্তে ননের মতন পাত্র পাওয়া আমাদের সমাজে কত শক্ত ত’ ত দেখছ। আশা করেছিলাম, সুপ্রভার একটা ব্যবস্থা হল—কিন্তু সবই পশু হয়ে গেল।”—বলিতে বলিতে তাহার চক্ষু দুইটি জলে পূর্ণ হুইয়া আসিল । ইহা দেখিয়া সরযু উঠিয়া বলিলেন —“আমি এখন আসি ৷ চিঠি খান রেখে যাব কি ?” “রাথ ।” সর চিঠিখানি টেবিলের উপর রাখিলেন। গৃহিণী দাড়াইয়া উঠিয় বলিলেন- “এ কথা আর কাউকে বলেছ কি ?” “না । এখন ও বলিনি।” সরবৃর হাত ছটি ধরিয়া গৃহিণী বললেন—“দেখ, এখন আর কারু কাছে এ কথা প্রকাশ কোরো না ।”

  • বেশ । আমি কাউকে বলব না । আমার বা কৰ্ত্তব্য আমি তা করলাম, এখন আপনাদের কর্তব্য সম্বন্ধে আপনার বিবেচনা করুন ।