পাতা:গল্পাঞ্জলি.djvu/৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b"や গল্পাঞ্জলি সন্তোষ বাবু বলিলেন—“কাকা মশায় কাছারি থেকে কলকাতায় গেছেন—সেখানে কি একটা সভা আছে। সুপ্রভা গুয়ে আছে, কাকীমাও বোধ হয় তার কাছে।” প্রকাশ শঙ্কিত হইয়া বলিল—“মু প্রভা গুয়ে আছেন ? কেন ? ঠার কিছু অমুখ করেছে না কি ?” “as so "তবে এখন গুয়ে কেন ?” “আমাকে জিজ্ঞাসা করবেন না।”—বলিয়া সন্তোষ বাবু আবার গাম্ভীৰ্য্য অবলম্বন করিলেন । প্রকাশ কিছুই বুঝিয়া উঠিতে পারিল না। সুপ্রভা এমন অসময়ে শয়ন করিয়া, অথচ শারীরিক অসুস্থতার জন্ত নহে—কারণ কি তাঙ্গ ও সন্তোষ বাবু বলিতে অসম্মত। এতদিন যাতায়াত করিতেছে, আর কখনও ত এমন হয় নাই। হইল কি ? এমন সময় অঙ্গনে গাড়ীর শব্দ হইল। সন্তোষ বাবু বলিলেন— “কাক মশায় এলেন বোধ হয়।” কাছারির বেশে অতুল বায়ু আসিয়া প্রবেশ করিলেন।–“প্রকাশ যে ! কতক্ষণ এলে ? সন্তোষ এসেছ ? বস বস ”—ইত্যাদি প্রকার শিষ্টসম্ভাষণ করিয়া অতুল বাবু প্রকাশের নিকট বসিলেন। সভাতে কি হইয়াছিল, তাহারই গল্প করিতে লাগিলেন। সন্তোষ বাবু ছুটি পাই, ভিতরে প্রবেশ করিয়া হাফ ছাড়িয়া বাচিলেন ।