পাতা:গল্পাঞ্জলি.djvu/১০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মাদুলী :సిని ক্টাতিনী বলিল—“কেন আবার ভট্চার্য্যির দোকানে গেলে ? সে এক—জুয়োচোর—তাকে কি এখনও চিনতে পারলে না ?” রাইচরণ ব্যস্ত হইয়া বলিল—“ছি ছি—অমন কথা মুখে মানিস নে পু ট্রর মা । ব্রাহ্মণের কি নিন্দে করতে আছে ? ব্রাহ্মণ হলেন কলিৱ .৮ল’et * “মুখে আগুন কলির দেবতার। যে দেবত হয় তার কি এমন ৰ":ভার ? দেবতা কি গরীবের সর্বনাশ করে ?” রাষ্টচরণ একটু উষ্ণ হইয়া বলিল—“ও কথা বলিস নে স্বাখ এজন্মে আমরা এত কষ্ট পাচ্ছি—ব্রাহ্মণের নিন্দে করে আর পাপ বাড়াসনে । নৰকেও তা হলে স্থান হবে না ।” ষ্ঠাতিনী একটু নরম হইয়া বলিল—“তা হাটে বিক্ৰী হল না যখন, কাপড় হুযোড়া না হয় ফিরেই মানতে । সৰ্ব্বস্বট ঐ ভট চাৰ্য্যিকে থা গুয়ালে, তবু তোমার সখ মিটল না ?” “ফিরে আনলে আজ ছেলেপিলেকে খাওয়াতাম কি ?” তাতনী ধীরে ধীরে বলিল—“ওদের আমি খাইয়েছি। আজ তুমি গটে চলে গেলে, পুটু হরিদাস ক্ষিধের লুটোপুটি করে কঁদিতে লাগল। আমি আর সহ করতে না পেরে আমার গলার মাদুলীটে বেচে পাঁচটা লকা নিয়ে এলাম। চাল ডাল কিনে এনে রোধে ওদের খাওয়ালাম।” . এই কথা শুনিয়া রাইচরণ কঁাপিতে কঁাপিতে সেইখানে বসিয়া পড়িল । বলল—“অ্যা ?—করেছিস কি ! সে মাজুলী বিক্রী করেছিল, ” র্তাতিনী কঁাদ কঁাদ হইয়া বলিল—“আমি কি করব বল ? ছেলেটার পট ধরে সে কায় যদি তুমি দেখতে । আমার চোখের সমুখে আমার ছলে মেয়ের ক্ষিধেয় প্রাণ বেরিয়ে যাবে—ম হয়ে আমি কি তা সইতে পারি ? তোমার ফিরতে সন্ধ্যে হবে জানি । কি দিয়ে তাদের গামাই ?