পাতা:গল্পাঞ্জলি.djvu/১১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Σ' ο Φ গল্পাঞ্জলি “শুধু তাই ? তা করলেই কি টাকার সদ্ব্যয় হয় ?” রাইচরণ বলিল—“আমি মুথু মানুষ—আমি আর কি জানি ৰাৰ ? আপনি উপদেশ দিন ।” “আমি যে রকম উপদেশ দেব, তা যদি তুমি পালন করতে পার— তা হলে হয়ত ভগবান তোমায় পাচ হাজার টাকা দিতে পারেন । অবিহি যদি তার দয়া হয় ।” রাইচরণ আগ্রহের সহিত বলিল—“হঁ বাবা, যে রকম বলবেন তাই করব ।” পাক সমাপ্ত হইল। হাড়ি নামাইয়। রাথিয়া, হস্ত ধৌত করিয়া সন্নাসীঠাকুর তাতি ও র্তাতিনীর সম্মুখে আসিয়া বলিলেন। গম্ভীরভাবে বলিলেন—“যদি ভগবান তোমায় পাঁচহাজার টাকা Cुन्:-” তাতিনী বাধা দিয়া বলিল-“কেমন করে দেবেন বাবা ?” রাইচরণ তাড়া দিয়া ৰলিল—“চুপ কর মাগী !” যুবক হাসিয়া বলিলেন—“ভগবান কি নিজে হাতে করে কাউকে কিছু দেন ? কোন মানুষের হাত দিয়ে পাঠান। বাইচরণ, যদি ভগবান তোমায় পাচ হাজার টাকা দেন, তবে জেনো তার মধ্যে কেবল এক হাজার টাকা তোমায় খেতে পরতে দিয়েছেন। সে তুমি নিজের জন্তে ব্যয় করবে। আর বাকী যে চার হাজার, সে তোমায় ভাবুের জন্তে বুয়ে করতে হৰে। চার হাজার টাকার, এই গ্রামে ভূমি একটি তাতশালী স্থাপন করবে। যত গুলো হয় তাত খাটিয়ে এ গ্রামের তাতিদের ডেকে, তাদের রীতিমত মাইনে দিয়ে, প্রতিদিন কাপড় বোনাবে। সেই কাপড় বিনা লাভে, হাটে বিক্ৰী করৰে । কেমন এ কাব তুমি পারবে ?”