পাতা:গল্পাঞ্জলি.djvu/১১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

N obro গল্পাঞ্জলি একথা শোনে, তা হলেই সমস্ত পও হয়ে যাৰে। টাকা কড়ি কিছুই পাবে না । আমি এখানে এসেছিলাম, তা পৰ্য্যন্ত যেন প্রকাশ না হয়।” রাইচরণ বলিল—“শুনছিস ত পুটুর মা—সাবধান । তোর আবার পেটে কথা থাকে না ।” তাতিনী হাত নাড়িয়া বলিল—“আমি তেমন মেয়ে নই ৷ জিভ কেটে ফেল্পেও কাউকে বলব না ।” “আচ্ছা বেশ { এখন তোমরা শয়ন করগে । অামায় একটু পুজোপাঠ করতে হবে। তারপর আহার করে আমি শয়ন করব। তোমরা খুব ভোরে আমায় উঠিয়ে দেবে—দুদণ্ড রাত বাকী থাকতে থাকতে গ্রাম পরিত্যাগ করে যাব ।” রাইচরণ হাতযোড় করিয়া বলিল—“বাবাঠাকুরের আগে সেবা ছোকৃ—তবে আমরা শুতে যাব । কিছু যদি দরকার হয় ?” “কিছু দরকার হবে না । তোমরা যাও।” “ৰ্তাতঘরে ঠাকুরের বিছানা করা আছে”—বলিয়া তীতি ও র্তাতিনী প্রণাম করিয়া বিদায় লইল । সন্ন্যাসীঠাকুর প্রদীপট কাছে মানিয়া বুলি হইতে একখানি গীত বাহির করিয়া পাঠ আরম্ভ করিলেন । চতুর্থ পরিচ্ছেদ ভট্টাচার্য্যের স্বপ্নদর্শন । ভোর রাত্রে তাতি ও র্তাতিনী আসিয়া সন্ন্যাসীকে জাগাইয়া দিল । সন্ন্যাসী ধাত্রার জন্ত প্রস্তুত হইয়া বলিলেন—“তোমার মাছুলীর ভিতর যে কাগজখানি ছিল, সেখানি বড় ভাল জিনিষ। এই কাগজখানি, একটু