পাতা:গল্পাঞ্জলি.djvu/১২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মাদুলী > 、○ যুবক বলিল—“ভগবান কি নিজের হাতে কিছু করেন ? মানুষের গত দিয়েই করান। যে পরের উপর অত্যাচর উৎপীড়ন করে ধন সংগ্রহ করে, তার ধন হরণ করায় কিছুমাত্র পাপ নেই বরং সৎকাৰে লাগালে পুণ্য আছে। এই আনন্দমঠের শিক্ষা, বর্তমান যুগের নূতন শাস্ত্র।” “বাবু মশায় যদিও আমি শাস্ত্র টাস্ত্র পড়িনি, তবে একবার বোসেদের বাড়ীতে ভাগবত হয়েছিল সেখানে শুনেছিলাম পরের জিনিষ অপহরণ হিন্দুর পক্ষে ভয়ানক পাপ-তা করলে নরকে যেতে হর।” যুবক অধীর হইয়া বলিল—“নরক ? ড্যাম ইওর নরক । ও সব কুসংস্কার । আজ আমার বেশীক্ষণ বসবার সময় নেই। আর একদিন এসে এ সব কথা তোমার ভাল করে বুঝিয়ে দেব। এখন তাড়াতাড়ি র্তাত গুলো খোলবার বন্দোবস্ত কর । আর দেরী কোরো না । এবার যেদিন আসব সে দিন দেখতে চাই যে সমস্ত র্তাত হু হু শব্দে চলছে, আর মনে আছে ত ? ঠিক পড়তা হিসাৰ করে কাপড়ের দাম ধরবে । একটি পয়সা লাভ নিতে পাবে না। এখন তবে চল্লাম (”—বলিয়া যুবক উঠিয়া দাড়াইল । রাইচরণও দাড়াইল। কম্পিতকণ্ঠে বলিল—“বাৰু, আমায় মাফ, করতে হবে । আমার দ্বারা এ কায হবে না ।” “কি ? বিনালাভে বেচবে না ? লাভ নেবে সে কড়ারে ত তোমায় টাকা দেওয়া হয় নি।” * “আজ্ঞে তা আমি বলি নি। তাত টাত আমি খুলব না। আমি ও টাকা ভট্চাযিাকে ফিরিয়ে দিয়ে আসব।” সুৰক বলিল—“অ্যা ! ফিরিয়ে দেবে ?” “আন্দ্রে হ্যা।”