পাতা:গল্পাঞ্জলি.djvu/১৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

德· Տ ՀԵ গল্পাঞ্জল “আমার ইস্কুল কামাই হবে যে ?” “একদিনের জন্তে মাষ্টারের কাছে ছুটি নিও এখন। আমি বরং তোমায় একটি টাকা দেব—ঘুড়ী, নাটাই এই সব কিনো ” বালকটি ব্যগ্রভাবে নিজ সন্মতি জানাইল । তৃতীয় পরিচ্ছেদ পরদিন বেলা এগারোটার সময় দুই ভগ্নীকে সঙ্গে লইয়া বালকটি চুচুড়া যাত্রা করিল। গঙ্গাপার হইয়া, ঘোড়ার গাড়ী ভাড়া করিয়া, মাধবীতলায় হরিশ বাবুর গৃহে গিয়া উপস্থিত হইল। খিড়কী দরজার সম্মুখে গাড়ী দাড়াইল । রসমগ্নী বলিল—“এই বাড়ী ?” “on to “আচ্ছা তুমি গাড়ীর ভিতর বসে থাক। আমরা চট্‌ করে ওদের সঙ্গে দেখাটা করে আসি ”—বলিয়া দুইজনে অবতরণ করিয়া বাড়ীর মধ্যে প্রবেশ করিল। সে বাড়ীর মেয়ের কেহ তথন স্নান করিতেছে, কেহ থাইতে ৰসিয়াছে, কেহ বা আহারান্তে উঠানে বসিয়া চুল শুকাইতেছে। হঠাৎ দুইজন ভদ্রঘরের অপরিচিত স্ত্রীলোককে প্রবেশ করিতে দেখিয়া একজন সবিস্ময়ে ৰলিল—“তোমরা কারা গা ?” 를 বিনোদিনী বলিল—“আমরা হালিসহর থেকে তোমাদের সঙ্গে দেখ, করতে এসেছি।” স্ত্রীলোকটি সন্ধিভাবে বলিল—“এস-বস।”