পাতা:গল্পাঞ্জলি.djvu/১৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রসময়ীর রসিকতা > ミぶ。 দুইজনে বারান্দায় উঠিয়া উপবেশন করিয়া বলিল—“বাড়ীর গিন্না গনটি ?” একজন প্রৌঢ়াকে দেখাইয়া সকলে বলিল—“ইনি গিল্পী।” গৃহিণী বলিলেন—“তোমরা কি মনে করে এসেছ বাছ ?” বিনোদিনী বলিল—“তোমাদের মেয়ের নাকি বিয়ে ?” গুহিণী বলিলেন—“হ্যা—আমার ছোট মেয়েটির বিয়ে।” “কবে ?” “এই বিশে মাঘ দিন স্থির হয়েছে।” “পাত্রটি কে ?” “ক্ষেত্রমোহন চক্রবর্তী—হুগলিতে মোক্তারি করেন।” “সতীনের উপর মেয়ে দিচ্ছ বাছা ?” গৃহিণীর বিস্ময় প্রতি কথায় বাড়িয়া চলিয়াছিল । তিনি জিজ্ঞাসা রিলেন—“তোমরা চেন নাকি ?” বিনোদিনী বলিল—“চিনিনে আবার—খুব চিনি । আমাদের প্রামেই বিয়ে করেছে।” গৃহিণী বলিলেন—“হ্যা—সতীন আছে বটে—কিন্তু সে স্ত্রীকে রিত্যাগ করেছে।” রসময়ী এতক্ষণ চুপ করিয়া বসিয়া শুনিতেছিল ; তাহার মনের রাগ মশই বৃদ্ধিপ্রাপ্ত হইতেছিল। এই কথা শুনিয়া হস্তপদ ঠকঠক্‌ করিয়া লপিতে লাগিল—চক্ষু দুইটি লাল হইয়া উঠিল । 譬 বিনোদিনী জিজ্ঞাসা করিল—“কেন পরিত্যাগ করেছে কিছু নেছ গা ?” ■ - "শুনেছি সে মাগী নাকি বড় দজাল ।” শ্রবণমাত্র রসময়ী তড়াক্ করিয়া লাফাইয়া উঠিল। খুরান্সার কোণে