পাতা:কৃষ্ণচরিত্র.djvu/৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৮ কৃষ্ণচরিত্র যে, পাণ্ডব অর্জন মিথ্যাকল্পনা, ইশ্রস্থানে ইনি আদিষ্ট হইয়াছেন মাত্র। এ বুদ্ধির ভিতর প্রবেশ করিতে আমরা অক্ষম। ইস্রার্থে অৰ্জ্জুন শব্দ ব্যবহৃত হইয়াছে, এজন্য অর্জন নামে কোন মনুষ্য ছিল না, এ সিদ্ধাস্ত বুঝিতে আমরা অক্ষম। কথাটা হাসিয়া উড়াইয়া দিলে চলিত, কিন্তু বেবর সাহেব মহামহোপাধ্যায় পণ্ডিত, বেদ ছাপাইয়াছেন ; আর আমরা একে বাঙ্গালী, তাতে গণ্ডমূর্খ র্তাহাকে হাসিয়া উড়াইয়া ধু দেওয়া বড় ধৃষ্টতার কাজ হয়। তবে, কথাটা একটু বুঝাই। শতপথব্রাহ্মণে, অর্জুন নাম আছে, ফাঙ্কন নামও আছে। যেমন অর্জুন ইন্দ্র ও মধ্যম পাণ্ডব উভয়ের নাম, ফাঙ্কনও তেমনই ইন্দ্র ও মধ্যম পাণ্ডব উভয়ের নাম। ইন্দ্রের নাম ফাল্গুন, কেন মা ইন্দ্র ফন্ধনী নক্ষত্রের অধিষ্ঠাতৃদেবতা ; * অর্জুনের নাম ফাঙ্কন, কেন না তিনি ফন্ধনী নক্ষত্রে জন্মিয়াছিলেন। হয়ত ইন্দ্রাধিষ্ঠিত নক্ষত্রে জন্ম বলিয়াই তিনি ইন্দ্ৰপুত্র বলিয়া খ্যাত ; ইন্দ্রের ঔরসে র্তাহার জন্ম এ কথায় কোন শিক্ষিত পাঠকই বিশ্বাস করিবেন না। আবার অৰ্জ্জুন শব্দে শুক্ল । মেঘদেবতা ইশ্রও শুক্ল নহে, মেঘবর্ণ অৰ্জুনও শুক্লবৰ্ণ নহে। উভয়ে নিৰ্ম্মলকৰ্ম্মকারী, শুদ্ধ, পবিত্র ; এজন্য উভয়েই অর্জুন। ইন্দ্রের নাম যে অর্জুন, শতপখব্রাহ্মণে সে কথাটা এইরূপে আছে—“অৰ্জুনে বৈ ইন্দ্রো যদস্ত গুহ নাম” ; অর্জুন, ইস্ত্ৰ ; সেটি ইহার গুহ নাম। ইহাতে কি বুঝায় না যে, অর্জুন নামে অন্য ব্যক্তি ছিল, তাহার মহিমাবৃদ্ধির অভিপ্রায়ে ইন্দ্রের সঙ্গে তাহার ঐক্যস্থাপনজস্য, অর্জুনের নাম, ইন্দ্রের একটা লুকানো নাম বলিয়া প্রচারিত করিতেছেন ? বেবর সাহেব “গুহ” অর্থে “mystic" যুকিয়, লোককে বোকা বুঝাইয়াছেন। e আর একটি রহস্তের কথা যলি। কুরচি গাছের নামও অর্জুন। আবার কুরচি গাছের নামও ফাঙ্কন। এ গাছের নাম অৰ্জুন, কেন না ফুল শাদ ; ইহার নাম ফাল্গুন, কেন না ইহা ফাল্গুন মাসে ফুটে । এখন আমার বিনীত নিবেদন যে, ইন্দ্রের নামও অৰ্জ্জুন ও ফাঙ্কন বলিয়া আমাদিগকে বলিতে হইবে যে, কুরচি গাছ নাই, ও কখনও ছিল না ? পাঠকেরা সেইরূপ অমুমতি করুন, আমি মহামহোপাধ্যায় Weber সাহেবের জয় গাই । -- এই সকল পণ্ডিতেরা বলেন যে, কেবল ললিতবিস্তরে, পাণ্ডবদিগের নাম পাওয়া যায় বটে, কিন্তু সে পাণ্ডবেরা পাৰ্ব্বত্য দম্য মাত্র । আমাদের বিবেচন, তাহা হইতে এমন বুঝা যায় না যে, পাণ্ডুপুত্র পাণ্ডব পাঁচ জন কখন জগতে বর্তমান ছিলেন না। বাঙ্গালা S BBBD DDDBBBB BB BBB BS BB BBBBBBB BBB BBB S BBBBS BBBBS BBBtS DDS DDS