পাতা:গল্পাঞ্জলি.djvu/১৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গল্পাঞ্জলি فرانسي يخ হইল না । উঠিয়া পড়িলেন। মুখ প্রক্ষালন করিয়া বাহিরে আসিয়া বটগাছটার পানে কিছুক্ষণ চাহিয়া রহিলেন । দুই তিনটা কাঠবিড়ালী ডালে ডালে পরস্পরকে তাড়া করিয়া ফিরিতেছে । গোটাকতক কাক উচ্চ শাখায় বসিয়া জাতীয় সঙ্গীত গাহিতেছে। ইহা ভিন্ন আর কিছুষ্ট দেখিতে পাইলেন না । ষষ্ঠ পরিচ্ছেদ । সেই দিন সন্ধ্যাবেলায় ক্ষেত্রমোহনের শয়নকক্ষে খুড়া-ভাইপো বসিয়া কথোপকথন করিতেছিলেন। দিবসে খুড়ামহাশয় কপাটের বাহিরে এবং ভিতরে দেওয়ালময় রামনাম লিখিয়া দিয়াছেন। অদ্য দুইজনেষ্ট এক শয্যায় শয়ন করিবেন। বালিসের তলায় একখানি কৃত্তিবাসী রামায়ণ রক্ষিত হইবে এবং ঘরে সমস্ত রাত্রি আলো জ্বলিবে বন্দোবস্ত হইয়া গিয়াছে। F ক্ষেত্রমোহন বলিলেন—“তা হলে খুড়ো মহাশয়, কি করা যায় ? বিবাহটা বন্ধই করে দেওয়া যাবে ?” খুড়া মহাশয় বলিলেন—“আমি ত তার দরকার দেখছিনে।” “যদি কোনও উপদ্রব অত্যাচার হয় ?” খুড়ামহাশয় কিয়ৎকাল চিন্তা করিলেন। শেষে বলিলেন—“ভয়ের কোনও কারণ দেখি নে ৷” “ঐ ষে বলেছে ইচ্ছা করে তোমার গলাটা টিপে দিই ?” “না —তা পারবে না। হাজার হোক স্বামী ত বটে।” “আর যে বলেছে বিয়ে কোরো না, করলে তোমার অশেষ • দুৰ্গতি হবে ?” *