পাতা:গল্পাঞ্জলি.djvu/১৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>8b" গল্পাঞ্জলি পরদিন দায়রায় জালের মোকৰ্দমাটির বিচার আরম্ভ হইল। হস্তলিপি-বৈজ্ঞানিক সফটমোর সাহেব সাক্ষ্য প্রদান করিলেন । দিন-শেষে কাছারির পর, ক্ষেত্রমোহন ডাক বাঙ্গলায় গিয়া সফ টমোর সাহেবকে ভৌতিক পত্র তিনখানি দিলেন। তুলনার জন্ত রসময়ীর কয়েকখানি পুরাতন আসল পত্রও দিয়া আসিলেন। সাহেব বলিলেন—“কল্য প্রাতে পরীক্ষার ফলাফল জানাইব ।” பு পরদিন প্রাতঃকালে সরকারী উকীল মনোহর বাবুকে সঙ্গে লইয়া ক্ষেত্র মোহন আবার ডাকবাঙ্গলায় উপস্থিত হইলেন । সাহেব বলিলেন— “পরীক্ষাধীন পত্র তিনখানি এবং আসল পত্রগুলি সমস্তই এক হস্তের লেখা ” ইহা শুনিয়া ক্ষেত্র বাবুর মুখখানি ছোট হইয়া গেল । মনোহর বাবু ৰলিলেন—“সাহেব, অনুগ্রহ করিয়া একখানি সার্টিফিকেট লিখিয়া দিতে পারেন ?” সাহেব মনে করিলেন–নিশ্চয়ই এ পত্র লইয়া একটা মামলা মোকদম হইবে। আবার সাক্ষী দিতে আসিয়া ফী পাওয়া যাইবে ।-সুতরাং আহলাদের সহিত তিনি সার্টিফিকেট, লিখিয়া দিলেন। বাসায় যাইতে যাইতে মনোহর বাবু ক্ষেত্র বাবুকে বলিলেন—“এই চিঠিগুলির নকল আর সায়েবের সাটিফিকেট যদি আমাদের থিয়জফিক্যাল ৱিভিউ নামক মাসিকপত্রে ছাপতে পাঠাই তাতে আপনার কোনও আপত্তি আছে কি ?—আমরা যাকে স্পিরিট রাইটিং বলি তার স্বন্দর অকাট্য প্রমাণ হবে ।” 哗 ক্ষেত্রবাবু বলিলেন—“তাতে আমার আপত্তি নেই।” পরবর্তী সংখ্যা থিয়জফিক্যাল রিভিউ পত্রে সার্টিফিকেট সহ চিঠিগুলি, ছাপা হইয়া গেল। নানা স্থান: হইতে বড় বড় থিয়জফিষ্টগণ ক্ষেত্র