পাতা:গল্পাঞ্জলি.djvu/১৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3d8 গল্পাঞ্জলি নহিলে ত ব্যারিষ্টারি পরীক্ষা দিবার মতি হইত না । বৎসর খানেক পরিশ্রম করিলেই সব পরীক্ষাগুলি পাস করিতে পারিব—টামত আমার কমপ্লিট করাই আছে। ব্যারিষ্টারিতে বিপুল অর্থোপার্জন আমার অদৃষ্টে রহিয়াছে, বিধিলিপি কে খণ্ডাইতে পারে? আমার পিতা ব্যারিষ্টারি করিয়া বিস্তর টাকা রোজগার করিয়াছিলেন-আমিও বাপক ৰেট হইব, স্পষ্টই দেখা যাইতেছে।”—আমার সঙ্গে একত্র পরীক্ষণ দিয়া যাহার কৃতকাৰ্য্য হইয়াছে, তাহাদের জন্য মনে দুঃখও হইল । ভাবিলাম,—“আহ বেচারির সারাজীবন খাটিলেও মাসে দুই তিন হাজার টাকার বেশী উপার্জন করিতে পরিবে না। আর দশবৎসর পরে; হাইকোর্টের সেই প্রসিদ্ধ ব্যারিষ্টার, মঙ্কেলকুলের মাথার মণি, মিষ্টার শরৎ মিত্র ?—দশবৎসর কাটিয়াছে—কিন্তু মক্কেলেরা যে উক্ত দুর্লভ রত্বের সন্ধান পাইয়াছে এমন ত কোন লক্ষণ দেখিতেছি না। সে কথা যাউকৃ—আমার বর্তমান অবস্থ! এ গল্পের বিষয়ীভূত নহে। তৎকালে বিলাতে কি ঘটিয়াছিল তাহাই বর্ণনা করিবার জন্য অদ্য লেখনী ধারণ করিয়াছি। আশায় আনন্দে উৎফুল্প হইয়া সন্ধ্যার পর সাজসজ্জা করিয়া থিয়েটারে চলিয়া গেলাম। আমার সঙ্গে কেহ ছিল না—আমি শেক্সপিয়ার প্রণীত একখানি ঐতিহাসিক নাটকের অভিনয় হইল । অভিনয় দর্শনে আমি বড়ই মুগ্ধ হইয়া পড়িলাম। রাত্রি বারটার সময় বাসায় আসিয়া পূৰ্ব্বোক্ত ঔষধটি আরও দুই এক মাত্রা সেবন করিয়া শয়নের জন্ত প্রস্তুত হইতে লাগিলাম । শেক্সপিয়ারের নাটকের কবিত্ব ও সৌন্দৰ্য্য মনে মনে পৰ্য্যালোচনা করিতে করিতে–মাত্রা বাড়িয়া গেল তখন মনে হইল,—কি আক্ষেপ, বাঙ্গাল দেশে একজনও শেক্সপিয়ার নাই । আমি ইচ্ছা করিলে বঙ্গীয় শেক্সপিয়ার হইতে পারি না কি ? কেন পারিব না ? যখন েদশে ছিলাম, “বিশ্বদৰ্পণ” নামক মাসিক পত্রে মাঝে