পাতা:গল্পাঞ্জলি.djvu/১৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

भांछूशैन \9) তৃতীয় পরিচ্ছেদ ইহার পর দুইদিন মহিলাটিকে আর বৃটিশ মিউজিয়মে দেখিলাম না । এ দুই দিনে আমার নাটকের প্লট স্থির করিয়া রচনা আরম্ভ করিয়া {#ज्ञांग । তৃতীয় দিন রাজপুত ইতিহাসের অস্তান্ত পুস্তকের জন্ত তালিকা অনুসন্ধান করিতেছি—এমন সময় দেখিলাম সেই বৃদ্ধা—কার্ড হইতে জানিয়াছিলাম ইহার নাম মিস্ ক্যাম্বেল—আসিয়া জামার নিকট দাড়াইলেন। সহাস্তবদনে আমায় অভিবাদন করিয়া নিজ কর প্রসারিত করিয়া দিলেন। করমর্দন ও কুশল প্রশ্নাদি শেষ হইলে তিনি অতি মৃত্নস্বরে বলিলেন—“রাজপুতানা আপনি দেখিতেছেন বুঝি ?” বৃটিশ মিউজিয়মের পাঠাগারে স্বাভাবিক স্বরে বাক্যকথন নিষিদ্ধ । আমি ব্যস্ত হইয়া বলিলাম-“আপনার কি এই খণ্ডটি আবশুক ? এই লউন, আপনার হইলে আমি দেখিব এখন ।” “আমুন না, দুইজনে একসঙ্গেই দেখি। রাজাদের শিকার-পরিচ্ছদ কিরূপ দেখিবার জন্ত আজ রাজপুতানার ইতিহাস আম্বেষণ করিব । আপনি কি খুজিতেছেন ?” “আমি রাজপুত ইতিহাস হইতে একখানি নাটক লিখিতেছি ।” "আপনি নাট্যকার ?” লজ্জিতভাবে বলিলাম—“আমি নাট্যকার নছি। তবে একখানি নাটক রচনা করিতে চেষ্টা করিতেছি বটে।” - “বেশ বেশ—একদিন আপনার নাটকের গল্পটি শুনিব।” “সে ত আমার সৌভাগ্যের কথা”—বলিয়া তাহার জন্ত আমি কয়েক খুনি পুস্তক নির্বাচন করিয়া, দিলাম। উভয়ে স্ব স্ব স্থানে ফিরিয়া আসিয়া আপন আপন কাৰ্য্যে নিযুক্ত হইলাম। o