পাতা:গল্পাঞ্জলি.djvu/১৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>や8 গল্পাঞ্জলি তিনি খাতার পাতা উল্টাইতে উল্টাইতে বলিলেন—“ইহার গল্পটি কি বলুন দেখি ?” আমি গল্পটি বর্ণনা করিতে লাগিলাম। ঘটনা সন্নিবেশ সম্বন্ধে স্থানে স্থানে তিনি পরিবর্তন প্রস্তাব করিলেন । দেখিলাম, সেগুলি অত্যন্ত উপযোগী ও সমীচীন। অবশেষে খাতা খানি রাখিয়া তিনি ৰলিলেন— “আমার আক্ষেপ এই যে, আপনার রচনা পাঠ করিবার আনন্দ আমি লাভ করিতে পারিব না । অথচ আমি এক সময় বাঙ্গলাভাষা শিক্ষণ করিতে প্রবৃত্ত হইয়াছিলাম।” আমি সবিস্ময়ে বলিলাম—“বাঙ্গালা শিখিতেছিলেন ? কি চমৎকার । কতদূর অগ্রসর হইয়াছিলেন ?”

  • যৎসামান্ত ।”

“এখনও কিছু কিছু মনে আছে ?” “না । সে বহুবৎসরের কথা । এইটুকু মাত্র মনে আছে—গোপাল এবং রাখাল দুইটি বালক ছিল। ইহাদের মধ্যে রাখালকেই আমার ৰেশ লাগিত—তার ভিতরে যথেষ্ট প্রাণ ছিল । গোপালটা একেবারে অপদার্থ – stratt* atzīsti goody goody {f i" আমি শুনিয়া হাসিতে লাগিলাম। বলিলাম—“আপনার যেরূপ অসাধারণ অধ্যবসায় দেখিতেছি—আপনি যদি আবার চেষ্টা করেন, অল্পদিনেই বাঙ্গল শিথিয় ফেলিতে পারেন।” মিস ক্যাম্বেল বলিলেন—“এ বয়সে আর শিথিয়া কি হইবে ? যখন শিখিতাম, তখন আমি বিংশতিবর্ষীয় বালিক।”—বলিয়া তিনি অন্যদিকে চাহিয়া রছিলেন। তখন দিবালোক অত্যন্ত হ্রাস হইয়া গিয়াছিল । র্তাগর মুখ আমি ভাল করিয়া দেখিতে পাইলাম না। তথাপি আমা, সঙ্গেহ হইল, র্তাহার চক্ষু ছুইটি যেন জলে ছলছল করিতেছে। তাছার