পাতা:গল্পাঞ্জলি.djvu/১৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Sox' গল্পাঞ্জলি খুলির আগুনের কাছে রাখ। লাঞ্চের এখনও বিলম্ব আছে। দাসী আসিবার পূৰ্ব্বেই তোমার জুতা শুকাইয়া যাইবে।” আমি তথাপি ইতস্ততঃ করিতেছি দেখিয়া অবশেষে তিনি বলিলেন*নহে ত বল আমি অন্ত ঘরে যাই । তোমার জুতা না শুকান আসিব না ! তোমার মা যদি বাচিয়া থাকিতেন আর এমন করিয়া বলি তেন, তুমি কি জুতা খুলিতে না? আমাকে তোমার মা মনে কর না কেন । র্তাহার শেষ কথাগুলি এতই করুণা-মাথা, আমার মাতৃহারা হৃদ এমনই সুধাবৃষ্টি করিল, যে আমি আর দ্বিরুক্তি না করিয়া জুতা খুলিয়া ফেলিলাম । তখন দুইজনে আমরা অগ্নির সম্মুখে বসিয়া নানা কথাবাৰ্ত্ত কহিতে লাগিলাম। ক্রমে দেড়টা বাজিল। আমার জুতাও শুকাইয়া গেল জুতা পরিয়া আবার আমি ভদ্রলোক হইলাম। মিস ক্যাম্বেল তখন লাঞ্চ আনিবার জন্ত দাসীকে বলিয়া আসিলেন ক্ষণকাল পরে আমাকে তাহার ভোজনকক্ষে লইয়া গেলেন। গল্প-গুজবের মধ্যে আমরা আহার সমাধা করিলাম। দাসী টেবিল সাফ করিয়া লইলে, সেই কক্ষেই বসিয়া আমার নাটক পাঠ আরম্ভ করিলাম। কতকগুলা দৃপ্তের গল্পভাগ মুখেই বলিয়া গেলাম। যে যে দৃশ্রে আমার রচনার বিশেষ বাহাদুরী আছে মনে করিলাম, সেই সেই দৃশু অনুবাদ করিয়া তাহাকে শুনাইতে লাগিলাম। মোটের উপর, তিনি প্রীত হইলেন ৰলিলেন—“প্রথম উস্কমের পক্ষে খুবই ভাল হইয়াছে।” এইরূপে চারিটা ৰাজিল। চা পান করা গেল । ■ এখনও গুড়ি গুড়ি বৃষ্টি পড়িতেছিল । আকাশ অন্ধকার। আমি বলিলাম—“আপনি আমার একটি গাছ স্থ্য নাটকের প্লট দিবেন প্রতিশ্রুত আছেন—আজি গেঁট ৰলিবেন কি ?”