পাতা:গল্পাঞ্জলি.djvu/১৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মাতৃহীন >ዓማ “আমি মুচ্ছ গিয়াছিলাম ? কষ্ট দিলাম—মাফ করিও। এখন ভাল আছি ।” আমি বলিলাম—“চলুন, আপনাকে শয্যায় লইয়া যাই ।”

  • —বলিয়া তিনি উঠিতে চেষ্টা করিলেন—কিন্তু আৰার তাহার

দেহ অৰসন্ন হইয়া পড়িল । ছিন্নলতার ন্যায় তিনি চেয়ারে লুটাইয়া পড়িলেন । দুইজনে ধরাধরি করিয়া তাহাকে শয়নকক্ষে লইয়া গেলাম। পালঙ্কের উপর তাহাকে শোয়াইয়া দাসীকে বলিলাম—“আমি ছুটিয়া ডাক্তার ডাকিয়া আনি । তুমি ততক্ষণ যতটা পার ইহার বহিরাবরণ উন্মুক্ত করিয়া দাও” --বলিয়া পশ্চাৎ ফিরিবামাত্র দেখিলাম, ভিত্তিগাত্রে একথানি তৈলচিত্ৰ— আমার পিতার যুবামূৰ্ত্তি ! ইহা যে ফোটোগ্রাফের অনুলিপি, তাহার এক থও আমারও অ্যালবমে রক্ষিত আছে। সমস্তই বুঝিলাম । ছুটিয়া গিয়া ডাক্তার আনিলাম। তাহার ঔষধে এবং আমাদের শুশ্রষায় রাত্রি নয়টার মধ্যে মিস ক্যাম্বেল প্রকৃতিস্থ হইলেন। একপেয়ালা গরম সুরুয়া তাহাকে পান করাইয়া, রাত্রির মত আমি বিদায় গ্রহণ করিলাম । পঞ্চম পরিচ্ছেদ উক্ত ঘটনার পর একটি বৎসর আমি বিলাতে ছিলাম। মিস ক্যাস্কে লের নিকট সৰ্ব্বদা যাতায়াত করিতাম । তিনি আমায় পুত্রবৎ স্নেহ করিতেন। আমি তাহাকে পত্রাদি লিখিবার সময় মাতৃসম্বোধন করিয়া ল্লিখিতাম—কিন্তু সাক্ষাতে বলিতে পারিতাম না—কেমন লজ্জা কৱিত । 3 ఫి -