পাতা:কৃষ্ণচরিত্র.djvu/৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় খণ্ড : চতুর্থ পরিচ্ছেদ : কৈশোরলীল৷ to দামোদর। বেদে অাছে বিষ্ণু তপস্তা করিয়া বিষ্ণুত্ব লাভ করিয়াছেন, নহিলে তিনি ইঞ্জের কনিষ্ঠ মাত্র। শঙ্করাচাৰ্য্য দামোদর শব্দের এই অর্থ গ্রহণ করিয়াছেন । তিনি বলেন, “দমধুদসাধনেন উদর উৎকৃষ্ট৷ গতিৰ্ষ তয় গম্যত ইতি দামোদরঃ * , মহাভারতেও আছে, “দমাদামোদরং বিচুঃ ।” - কিন্তু দামন শব্দে গোরুর দড়িও বুঝায়। যাহার উদর গোরুর দড়িতে বাধা হইয়াছিল, সেও দামোদর। গোরুর দড়ির কথাটা উঠিবার আগে দাষ্ট্রের নামটা প্রচলিত ছিল। নামটি পাইয়৷ ভাগবতকার দড়ি বাধার উপন্যাসটি গড়িয়াছেন, এই বোধ হয় না কি ? এক্ষণে নন্দাদি গোপগণ পূর্ববাসস্থান পরিত্যাগ করিয়া বৃন্দাবনে চলিলেন। কৃষ্ণ নানাবিধ বিপদে পড়িয়াছিলেন, এইরূপ বিবেচনা করিয়াই তাহার। বৃন্দাবন গেলেন, এইরূপ পুরাণে লিখিত আছে। বৃন্দাবন অধিকতর মুখের স্থান, এজন্যও হইতে পারে। হরিবংশে পাওয়া যায়, এই সময়ে ঘোষ নিবাসে বড় বৃকের ভয় হইয়াছিল। গোপের তাই সেই স্থান ত্যাগ করিয়া গেল । চতুর্থ পরিচ্ছেদ কৈশোরলীলা এই বৃন্দাবন কাব্যজগতে অতুল্য স্থষ্টি । হরিৎ-পুষ্পশোভিত পুলিনশালিনী কলনদিনী কালিনীকুলে কোকিল-ময়ূর-ধ্বনিত-কুঞ্জবনপরিপূর্ণ, গোপবালকগণের শৃঙ্গবেণুর মধুর রবে শব্দময়ী, অসংখ্যকুসুমামোদমুবাসিত, নানাভরণভূষিত বিশালায়তলোচনা ব্রজসুন্দরীগণসমলস্কৃত বৃন্দাবনস্থলী, স্মৃতিমাত্র হৃদয় উৎফুল্ল হয়। কিন্তু কাব্যরস আস্বাদন জন্য কালবিলম্ব করিবার আমাদের সময় নাই । আমরা আরও গুরুতর তত্বের অন্বেষণে নিযুক্ত । ভাগবতকার বলেন, বৃন্দাবনে আসার পর কৃষ্ণ ক্রমশঃ তিনটি অমুর বধ করিলেন,— ( ১ ) বৎসামুর, (২) বকাসুর, (৩) অঘাসুর। প্রথমটি বৎসরূপী, দ্বিতীয়টি পক্ষিরণী, তৃতীয়টি সর্পরূপী। বলবান বালক, ঐ সকল জন্তু গোপালগণের অনিষ্টকারী হইলে, তাহাদিগকে বধ করা বিচিত্র নহে। কিন্তু ইহার একটিরও কথা বিষ্ণুপুরাণে বা মহাভারতে,