পাতা:গল্পাঞ্জলি.djvu/২০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আদরিণী - ᎼᏜᏄ * এখনি বেরুব। আদরের অস্থখ—যাতনায় সে ছটফট করছে। অামাকে না দেখতে পেলে সে সুস্থ হবে না। আমি আর দেরী করতে পারব না।” তখনই ঘোড়ার গাড়ীর বন্দোবস্ত করিতে লোক ছুটিল। বধূর অনেক কষ্টে বুদ্ধকে একটু দুগ্ধমাত্ৰ পান করাইতে সমর্থ হইলেন । রাত্রি দশটার । সময় গাড়ী ছাড়িল । জ্যেষ্ঠপুত্রও সঙ্গে গেলেন। পত্রবাহক সেই চাষীলোকটি কোঁচবাক্সে বসিল । পরদিন প্রভাতে গন্তব্য স্থানে পৌছিয়া, বুদ্ধ দেখিলেন—সমস্ত শেষ হইয়। গিয়াছে। আদরিণীর সেই নবজলধরবর্ণ বিশাল দেহখানি আম্রবনের ভিতর পতিত রহিয়াছে—তাহ আজ নিশ্চল—নিম্পন্দ । বুদ্ধ ছুটিয়া গিয়া হস্তিনীর শবদেহের নিকট লুটাইয়া পড়িয়া, তাহার মুখের নিকট মুখ রাথিয়া কাদিতে কঁাদিতে বারম্বার বলিতে লাগিলেন— “অভিমান করে চলে গেলি মা ? তোকে বিক্রী করতে পাঠিয়েছিলাম বলে—তুই অভিমান করে চলে গেলি ?” ইকার পর দুইটি মাস মাত্র মুখোপাধ্যায় মহাশয় জীবিত ছিলেন। স্বীয় প্রতিশ্রুতি অনুসারে, আদরিণী যার ঘরে গিয়াছিল, তিনি ৪ তাহারই ঘরে গিয়া আশ্রয় লইলেন । কিন্তু সে প্রতিশ্রুত সন্দেশ ও রসগোল্লা সঙ্গে লইয়া যাইতে পারেন নাই। আশা করি, সে রাজ্যে সন্দেশ ও রসগোল্লা অপেক্ষ লক্ষগুণে মিষ্টতর উৎকৃষ্টতর কোনও কিছুর অক্ষয় স্রোত প্রবাহিত আছে । ,1902 . ألا : يج من: . ب) مثلا لاو بي بيلييج