পাতা:কৃষ্ণচরিত্র.djvu/২২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

३१२ : । क्कङछि , | পৈত্রিক রাজ্য সমস্ত প্রত্যগণ না করেন, তবে কৌরবদিগকে সমুলে নির্গস খাই কৰ্ত্তব্য " : "*"; so : :' : ' ' }, তার পর বুদ্ধ ক্রপদের বক্তৃত । দ্রুপদও সাত্যকির মতাবলম্বী। তিনি যুদ্ধাৰ । উদ্যোগ করিতে, সৈঙ্গ সংগ্ৰহ করিতে এবং মিত্ররাজগণের নিকট দূত প্রেরণ করিতে পাণ্ডবগণকে পরামর্শ দিলেন। তবে তিনি এমনও বলিলেন যে, হৰ্য্যোধনের নিকটেও মুক্ত প্রেরণ করা হউক । - :, :, পরিশেষে কৃষ্ণ পুনৰ্ব্বার বক্তৃতা করিলেন । ক্রপদ প্রাচীন এবং সম্বন্ধে গুরুতর, এই জড় কৃষ্ণ স্পষ্টতঃ র্তাহার কথায় বিরোধ করিলেন না । কিন্তু এমন অভিপ্রায় ব্যক্ত করিলেন যে, যুদ্ধ উপস্থিত হইলে তিনি স্বয়ং সে যুদ্ধে নির্লিপ্ত থাকিতে ইচ্ছা করেন। তিনি বলিলেন, “কুরু ও পাগুবদিগের সহিত আমাদিগের তুল্য সম্বন্ধ, তাহারা কখন মৰ্য্যাদালঙ্ঘনপূর্বক আমাদিগের সহিত অশিষ্ট ব্যবহার করেন নাই । আমরা বিবাহে নিমন্ত্রিত হইয়। এস্থানে আগমন করিয়াছি, এবং আপনিও সেই নিমিত্ত আসিয়াছেন। এক্ষণে বিবাহ সম্পন্ন হইয়াছে, আমরা পরমাহলাদে নিজ নিজ গৃহে প্রতিগমন করিব।” গুরুজনকে ইহার পর আর কি ভৎসন করা যাইতে পারে ? কৃষ্ণ আরও বলিলেন যে, যদি ফুৰ্য্যোধন সন্ধি না করে, “তাহ হইলে অগ্রে অন্যান্য ব্যক্তিদিগের নিকট দূত প্রেরণ করিয়া পশ্চাৎ আমাদিগকে আহবান করিবেন,” অর্থাৎ “এ যুদ্ধে আসিতে আমাদিগের বড় ইচ্ছা নাই ।” এই কথা বলিয়া কৃষ্ণ দ্বারকা চলিয়া গেলেন । আমরা দেখিলাম যে কৃষ্ণ যুদ্ধে নিতান্ত বিপক্ষ, এমন কি তজ্জন্য অৰ্দ্ধরাজ্য পরিত্যাগেও পাগুবদিগকে পরামর্শ দিয়াছিলেন। আরও দেখিলাম যে, তিনি কৌরব পাণ্ডবদিগের মধ্যে পক্ষপাতশূন্ত, উভয়ের সহিত তাহার তুল্য সম্বন্ধ স্বীকার করেন। পরে যাহা ঘটিল তাহাতে এই দুই কথারই আরও বলবৎ প্রমাণ পাওয়া যাইতেছে। এদিকে উভয় পক্ষের যুদ্ধের উদ্যোগ হইতে লাগিল, সেন সংগৃহীত হইতে লাগিল, এবং রাজগণের নিকট দূত গমন করিতে লাগিল । কৃষ্ণকে যুদ্ধে বরণ করিবার জন্ত অর্জুন স্বয়ং দ্বারকায় গেলেন । ফুৰ্য্যোধনও তাই করিলেন । দুই জনে এক দিনে এক সময়ে কৃষ্ণের নিকট উপস্থিত হইলেন । তাহার পর যাহা ঘটিল, মহাভারত হইতে তাহ উদ্ধৃত করিতেছি – • “বাস্থদেব তৎকালে শয়ান ও নিদ্রাভিভূত ছিলেন। প্রথমে রাজা দুৰ্য্যোধন তাহার শয়ন গৃহে প্রবেশ BBBS BB BBBBBBBB BBB BBB BBBBB BBBBS DDDBB BBB BBB BBB BBB