পাতা:কমলাকান্ত - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।



দ্বাদশ সংখ্যা।


একটি গীত।

 “শোন্ প্রসন্ন, তোকে একটি গীত শুনাইব।”

 প্রসন্ন গোয়ালিনী বলিল, “আমার এখন গান শুনিবার সময় নয়— দুধ যোগাবার বেলা হলো।”

 কমলাকান্ত। “এসো এসো বঁধু এসো।'

 প্রসন্ন। “ছি ছি ছি! আমি কি তোমার বঁধু?”

 কমলাকান্ত। “বালাই! ষাট, তুমি কেন বধূ হইতে যাইবে? আমার গীতে আছে”—

এসো এসো বঁধু এসো আধ আঁচরে বসো—

 সুর করিয়া আমি কীর্ত্তন ধরাতে প্রসন্ন দুধের কেঁড়ে রাখিয়া বসিল, আমি গীতটি আদ্যোপান্ত গায়িলাম।